এপির বরাতে এক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ওই কেন্দ্রে আগুন লাগে।
হাউট-রাইন প্রিফেকচার এলাকার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগুন লাগার পরপরই ডজনখানেক ফায়ারফাইটারের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভিন্টসেনাইম শহরটি এই প্রিফেকচারের অন্তর্ভুক্ত।
বিবৃতিতে আরও বলা হয়, ১৭ জনকে উদ্ধার করা হয় ও একজনকে কিছুটা গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
ফ্রেঞ্চ শহর নাসি থেকে গ্রীষ্মের ছুটি কাটাতে ওই কেন্দ্রে এসেছিলেন অনেকেই। অতিথিদের মধ্যে প্রতিবন্ধী ও তাদের সঙ্গীরা ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ বলেন, ‘এই ট্র্যাজেডির নিহত, আহত ও তাদের পরিজনদের প্রতি আমার সমবেদনা।’
হাউট-রাইন কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও কিছু জানায়নি।