‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’, মেগ টু: দ্য ট্রেঞ্চ’ ও ‘ওপেনহেইমারের’ সঙ্গে প্রতিযোগিতা করে টানা তিন সপ্তাহ বক্স অফিসে প্রথম অবস্থানে রয়েছে বার্বি।
সিনেমাটি ইতোমধ্যে ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী মুভির জায়গায় পৌঁছে গেছে।
প্রথম স্থানে রয়েছে, ‘দ্য সুপার মারিও ব্রোস’। এটি দেশের অভ্যন্তরে ৫৭৪ মিলিয়ন ডলার ও বিশ্বব্যাপী ১.৩৫ বিলিয়ন আয় করেছে।
এর আগে নারী কো-ডিরেক্টরদের তিনটি সিনেমা এক বিলিয়নের বেশি আয় করে। জেনিফার লি ও ক্রিস বাকের সহ-পরিচালনার ‘ফ্রোজেন (১.৩ বিলিয়ন ডলার)’, ‘ফ্রোজেন টু (১.৪৫ বিলিয়ন ডলার)’ এবং আনা বোডেন ও রায়ান ফ্লেকের ‘ক্যাপ্টেন মার্ভেল (১.১ বিলিয়ন ডলার)’ আয় করেছিল।