ফিলাডেলফিয়ায় বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুদে এক কিশোর আটক

টিবিএন ডেস্ক

আগস্ট ১৪ ২০২৩, ২২:০৪

কিশোরের বাড়ির চারপাশ ঘিরে রেখেছে এফবিআই। ছবি: সংগৃহীত

কিশোরের বাড়ির চারপাশ ঘিরে রেখেছে এফবিআই। ছবি: সংগৃহীত

  • 0

পেনসিলভেনিয়া স্টেইটের ফিলাডেলফিয়ায় ১৭ বছর বয়সী এক কিশোরকে সন্ত্রাসী সন্দেহে আটকের পর একাধিক অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ফিলাডেলফিয়ার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্রাসনার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নাম প্রকাশ না করা কিশোরের বয়স ১৭ বছর হওয়ায় তার বিরুদ্ধে কিশোর হিসেবে অভিযোগ আনা হয়েছে।

ক্রাসনার বলেন, ‘যে কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে, সে একজন সন্ত্রাসী ছিল। সে শুধু চিন্তাই করছিল না, বরং এমন কিছু করছিল যা সবার জন্য ভয়ঙ্কর এবং মারাত্মক বিপদ ডেকে আনতে পারত।’

কিশোরটি রাসায়নিক পদার্থ সংগ্রহ করেছিল ও বিস্ফোরক তৈরির পদক্ষেপ নিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইন চার্জ জ্যাকুলিন ম্যাগুয়ার বলেন, ‘সে যে সব জিনিস কিনেছিল তার মধ্যে কৌশলগত সরঞ্জাম, তার, রাসায়নিক ও রিমোট ডেটোনেটর হিসাবে ব্যবহৃত ডিভাইস রয়েছে।’

ম্যাগুয়ার যোগ করেন, ‘সে কেবল ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসে ব্যবহৃত আইটেম এবং উপকরণ গুলোই সংগ্রহ করেনি, বরং সম্ভাব্য ডিভাইসগুলো একত্রিত করার করার পদক্ষেপও নিয়েছে।’

আল কায়েদার সঙ্গে যুক্ত বিদেশি সন্ত্রাসী সংগঠন কাতিবাত আল তৌহিদ ওয়াল জিহাদের (কেটিজে) সঙ্গে ওই কিশোরের কথিত যোগাযোগের বিষয়টি এফবিআই জানতে পেরে তদন্ত শুরু করে। কয়েক সপ্তাহ ধরে এফবিআই কিশোরটিকে সনাক্ত করে একটি তদন্ত পরিচালনা করে।

ম্যাগুয়ার জানান, ওই কিশোরের কাছে উল্লেখযোগ্য সংখ্যক আগ্নেয়াস্ত্র ছিল।

ক্রাসনার বলেন, ‘তার বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে বিধ্বংসী অস্ত্র, অপরাধমূলক ষড়যন্ত্র, অগ্নিসংযোগ, বিপর্যয় ঘটানোর জন্য ঝুঁকি নেওয়া, অপরাধমূলক অপকর্ম করার চেষ্টা, অপরাধের সরঞ্জাম সঙ্গে রাখা এবং অন্য ব্যক্তিকে বেপরোয়াভাবে বিপদে ফেলা।

‘মামলাটি জুভেনাইল কোর্টে দায়ের করা হয়েছে, তবে ডিএ অফিস মামলাটি প্রাপ্তবয়স্ক আদালতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’