রেকর্ড মূল্যে বায়ার্নে কেইন

টিবিএন ডেস্ক

আগস্ট ১১ ২০২৩, ১৭:৩৮

ইংল্যান্ডের জার্সিতে হ্যারি কেইন। ছবি: টুইটার

ইংল্যান্ডের জার্সিতে হ্যারি কেইন। ছবি: টুইটার

  • 0

বুনডেসলিগায় ট্র্যানসফার ফির রেকর্ড গড়ে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন হ্যারি কেইন। ইংলিশ এ স্ট্রাইকারের জন্য ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে জার্মান চ্যাম্পিয়নদের।

জার্মান বুনডেসলিগায় এটি ট্র্যানসফার ফির রেকর্ড। ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক কেইন শুক্রবার মেডিক্যাল পরীক্ষা ও অন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

গত মৌসুম শেষে সাদিও মানে ক্লাব ছাড়ার পর একজন স্ট্রাইকারের খোঁজে ছিল বায়ার্ন। হ্যারি কেইনের জন্য তারা তিনবার টটেনহ্যামের কাছে প্রস্তাব পাঠিয়েছে।

প্রতিবারই তারা জানিয়েছে দলের সেরা তারকাকে ১০০ মিলিয়নের নিচে ছাড়বে না তারা। অবশেষে টটেনহ্যামের দাবি অনুযায়ী রেকর্ড গড়ে কেইনকে দলে ভিড়িয়েছে বায়ার্ন।

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ইতিহাসের দ্বিতীয় সেরা গোলদাতা হয়ে ইংল্যান্ড ছাড়লেন কেইন। ৩২০ ম্যাচে ২১৩ গোল করেছেন ৩০ বছর বয়সী এ স্ট্রাইকার।

২৬০ গোল নিয়ে তার ওপরে আছেন নিউকাসল ইউনাইটেডের কিংবদন্তি অ্যালান শিয়েরার।


0 মন্তব্য

মন্তব্য করুন