চলে গেলেন ‘দ্য এক্সরসিস্ট’ পরিচালক উইলিয়াম ফ্রিডকিন

টিবিএন ডেস্ক

আগস্ট ৭ ২০২৩, ১৯:২৪

‘দ্য এক্সরসিস্ট’-এর পরিচালক উইলিয়াম ফ্রিডকিন। ছবি: সংগৃহীত

‘দ্য এক্সরসিস্ট’-এর পরিচালক উইলিয়াম ফ্রিডকিন। ছবি: সংগৃহীত

  • 0

বিখ্যাত হরর চলচ্চিত্র ‘দ্য এক্সরসিস্ট’ ও ১৯৭১ সালে অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ এর পরিচালক উইলিয়াম ফ্রিডকিন আর নেই। সোমবার লস অ্যাঞ্জেলেসের বেল এয়ার এলাকায় নিজ বাড়িতে ৮৭ বছর বয়সে মারা যান তিনি।

ফ্রিডকিনের বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে ক্রাইম থ্রিলার ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ সেরা পরিচালকসহ পাঁচটি অস্কার জিতেছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হলিউডের প্যারামাউন্ট পিকচার্স-এর সাবেক প্রধান ও ফ্রিডকিনের স্ত্রী শেরি ল্যানসিং জানিয়েছেন তার মৃত্যুর কারণ ছিল হার্ট ফেইলিওর ও নিউমোনিয়া। ফ্রিডকিন সম্প্রতি হারমান উক নাটকের উপর ভিত্তি করে ‘দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শাল’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। যা এখনও মুক্তি পায়নি।

এক্স বার্তায় অভিনেতা এলাইজা উড লিখেছেন, ‘তিনি একজন সত্যিকারের সিনেমাটিক মাস্টার যার প্রভাব চিরকাল থাকবে।’

দ্য এক্সরসিস্ট এর জন্য অস্কারে সেরা পরিচালকের আরেকটি মনোনয়ন পান ফ্রিডকিন। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ন ডলার আয় করেছিল। সর্বকালের সবচেয়ে জনপ্রিয় হরর সিনেমার তকমা লেগে আছে সিনেমাটির গায়ে।