রজনীকান্তের সিনেমা কোনোভাবেই মিস করতে চান না ভক্তরা। যে কারণে মুক্তির প্রথম দিন থেকেই ব্যপক আগ্রহ জেইলারকে ঘিরে।
কেরালার শিক্ষাবিষয়ক স্টার্ট আপ রেডবুকস এর কর্মীদের জন্য ছুটি ঘোষণা করে বৃহস্পতিবার। একই সঙ্গে কর্মীদের জন্য ছিল বিনামূল্যে জেইলারের টিকিট।
কর্মীদের পাঠানো এক মেমোতে কোম্পানিটি লিখেছে, ‘দিনটা আয়েশ করার। আনন্দের ও রূপালী পর্দার জাদু উপভোগ করার’।
তামিলনাড়ুর আরেকটি কোম্পানি ল্য হাইভ জানিয়েছে তারা তাদের কর্মীদের অর্ধদিবস ছুটি দিয়ে দিয়েছেন। না হলে কোম্পানিটি জানিয়েছে, তাদেরকে ‘প্রচুর অসুস্থতাজনিত ছুটি মঞ্জুর করতে হতো’।
জেইলারের মুক্তি উপলক্ষ্যে পুরো ভারত বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে সাজসাজ রব গত এক মাস ধরে। তামিম নাড়ু, কেরালা ও অন্ধ্র প্রদেশের নানা জায়গায় শোভা পাচ্ছে রজনীকান্তের বিশালাকৃতির কাটআউট ও পোস্টার।
বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী ছবিটি প্রথম দিন শুধু ভারতেই রেকর্ড ৬১ কোটি রুপি ব্যবসা করেছে।