পুলিশ জানিয়েছে, শনিবার রাতে শিকাগোর পোর্টেজ পার্কে গুলির ঘটনা ঘটে। পুলিশ রোববার সন্দেহভাজন ওই ব্যক্তির অ্যাপার্টমেন্টের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আলামত সংগ্রহ করে।
পুলিশের দাবি, মেয়েটিকে গুলি করার পরে তার বাবার সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে সন্দেহভাজন ওই ব্যক্তিও গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মেগান কেলি নামের এক প্রতিবেশী বলেন, ‘এ ঘটনার কোনো মানে হয় না। ঘটনাটির কোনো অর্থই নেই। তিনি চড়া মেজাজে থাকতেন। কমিউনিটির সবাই তাকে বলতেন বাচ্চারা খেলছে, মজা করছে। বাচ্চাদের তাদের মতো থাকতে দাও।’
কেলি বলেন, ‘বাচ্চাটিকে গুলি করার আগে উচ্চশব্দে আওয়াজ করার বিষয়ে তার সঙ্গে কথা বলেছিলেন ওই সন্দেহভাজন।’
প্রতিবেশীরা ঘটনাস্থলে পুতুল ও ফুল রেখে সমবেদনা জানিয়েছেন।