ডিসির আদালতে হাজির ট্রাম্প

টিবিএন ডেস্ক

আগস্ট ৩ ২০২৩, ১৯:২৭

অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

  • 0

তৃতীয়বার ফৌজদারি তদন্তে অভিযুক্ত ডনাল্ড ট্রাম্প হাজিরা দিতে ওয়াশিংটন ডিসির আদালতে পৌঁছেছেন । ২০২০ সালের নির্বাচনের ফল উলটে দেয়ার ষড়যন্ত্রের মামলায় প্রথম হাজিরা দিতে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হন সাবেক এই অ্যামেরিকান প্রেসিডেন্ট।

সিএনএন জানিয়েছে, ডিসি সময় বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে আত্মসমর্পণ করেন ট্রাম্প। তাকে গ্রেফতার করে আদালতে বিচারক মক্সিলা উপাধ্যায়ের সামনে হাজির করার প্রস্তুতি চলছে।

২০২০ সালের নির্বাচনের ফল উলটে দেয়ার ফেডারেল তদন্তে অভিযুক্ত হন রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয় এই নেতা। স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের তদন্তে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি কাউন্টে অভিযোগ আনা হয়েছে।

এগুলো হলো, অ্যামেরিকার বিরুদ্ধে প্রতারণার ষড়যন্ত্র, দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র, আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেয়া ও বাধা দেওয়ার চেষ্টা এবং অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২০ নির্বাচনের ফল বানচালে তিনি ষড়যন্ত্র করেন ও ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গা উসকে দেন। আর ষড়যন্ত্রে তার সঙ্গে আরও ছয় জন জড়িত ছিলেন। তাদের নাম অবশ্য প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম বলছে যে তারা হলেন, বর্ষীয়ান আইনজীবী রুডি জুলিয়ানি, জন ইস্টম্যান, সিডনি পাওয়েল, জেফ্রে ক্লার্ক ও কেনেথ চেসব্রো। ছয় নম্বর ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

গত এপ্রিলে ব্যবসায়িক জালিয়াতির ফৌজদারি মামলায় নিউ ইয়র্কে ও জুনে গোপন নথির অব্যবস্থাপনার ফৌজদারি মামলায় ফ্লোরিডায় তিনি আদালতে হাজির হয়ে নিজেকে নিদোর্ষ দাবি করেছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন