পেনসিলভেনিয়ার অ্যালেগেনি কাউন্টির একটি বাড়িতে শনিবার সকালে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি তিন জন। একজনের সন্ধান মেলেনি রোববার সকাল পর্যন্ত।
অ্যালেগেনি কাউন্টি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল ১০টা ২২মিনিটে পিটসবার্গ মেট্রোপলিটন এলাকা থেকে ১৮ মাইল দূরে প্লাম বরোতে ঘটনাটি ঘটে।
নাইন ওয়ান ওয়ানে ফোন করে পুলিশকে বিস্ফোরণ ও কয়েকটি বাড়িতে আগুন ধরে যাওয়ার বিষয়টি রিপোর্ট করে স্থানীয়রা।
পুলিশ জানায়, বিস্ফোরণ হয় একটি বাড়িতে, তবে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অন্তত এক ডজন বাড়িতে। এর মধ্যে তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। রাস্তায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ধ্বংসাবশেষ।
রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ
আগুন নেভাতে ঘটনাস্থলে ১৮টি ফায়ার ইউনিট কাজ করেছে।
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। পুলিশ বলছে, তদন্ত চলছে।