ইস্ট কোস্টে ঝড়ে ২ প্রাণহানি, বিদ্যুতবিচ্ছিন্ন ৬৩০ হাজার গ্রাহক

টিবিএন ডেস্ক

আগস্ট ৮ ২০২৩, ১২:১০

প্রচণ্ড ঝড়ে অন্তত ১০ স্টেইটের মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। প্রতীকী ছবি

প্রচণ্ড ঝড়ে অন্তত ১০ স্টেইটের মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। প্রতীকী ছবি

  • 0

ইস্ট কোস্টজুড়ে প্রবল ঝড়ে সোমবার রাতে দুজন প্রাণ হারিয়েছেন। ঝড়ের বিভিন্ন স্টেইটে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় হাজার হাজার মানুষ বিদ্যুতবিচ্ছিন্ন রয়েছেন।

পুলিশ বলেছে, অ্যালাবামার ফ্লোরেন্সের একটি ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের পার্কিং লটে বজ্রপাতে ২৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

অন্যদিকে সাউথ ক্যারোলাইনার অ্যান্ডারসন কাউন্টি করোনার অফিস জানিয়েছে, ১৫ বছর বয়সী একজনের ওপর গাছ ভেঙে পড়লে তার মৃত্যু হয়।

পাওয়ারআউটেজ ডটআস- এর তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় ১১টা ৩০ এর দিকে অন্তত দশটি স্টেইটে বিদ্যুৎ ছিল না। প্রায় ৬৩০ হাজার গ্রাহক মঙ্গলবার সকাল পর্যন্ত বিদ্যুতবিচ্ছিন্ন রয়েছেন। এর মধ্যে নর্থ ক্যারোলাইনার গ্রাহকই বেশি।

ঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত করা হয়েছে। বিশেষ করে অ্যাটলান্টা, নিউ ইয়র্ক, বাল্টিমোর , ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি ও বোস্টনের সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মেমফিস, ডালাস, ডেনভার, অরল্যান্ডো, ট্যাম্পা, ফোর্ট লডারডেল ও মায়ামির বিমানবন্দরেও ঝড়ের প্রভাব পড়তে পারে।

সপ্তাহান্তে ঝড়ো আবহাওয়ায় টর্নেডো শুরু হয়। অ্যামেরিকায় সোমবারে টর্নেডোর সতর্কতা জারি করা হয়। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউয ও পেন্টাগনসহ সব ফেডারেল কর্মচারীদের সোমবার বিকেলের আগে কাজ শেষ করে বাড়ি যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অ্যালাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা ও টেনেসির কিছু অংশে তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। টেনেসি থেকে ওয়েস্ট ভার্জিনিয়া, পেনসিলভানিয়া থেকে নিউ জার্সি পর্যন্ত ১১টি স্টেইটে টর্নেডো সতর্কবার্তা দেয়া হয়েছে।