দাবানলে ছাই লাহাইনার ২১৭০ একর, মিলেছে আরও ১৩ মরদেহ

টিবিএন ডেস্ক

আগস্ট ১৩ ২০২৩, ১১:৩৭

মাউইতে দাবানলে পুড়ে যাওয়া একাংশ। ছবি: সংগৃহীত

মাউইতে দাবানলে পুড়ে যাওয়া একাংশ। ছবি: সংগৃহীত

  • 0

হাওয়াইয়ের মাউই দ্বীপের সমুদ্রতীরবর্তী শহর লাহাইনায় ভয়াল দাবানলে শনিবার আরও ১৩ মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে পাঁচ দিনে উদ্ধার হলো ৯৩ মরদেহ; এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্মকর্তাদের।

তারা বলছেন, পুড়ে যাওয়া এলাকার মাত্র ৩ শতাংশে উদ্ধারকাজ ঠিকমতো চালানো গেছে। কয়েকশ মানুষ এখনও নিখোঁজ। তাদের খুঁজতে সেখানে ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন থেকে কুকুর আনা হয়েছে।

মাউই পুলিশ চিফ জন পেলেটিয়ের শনিবার বিকেলে বিবৃতিতে বলেছেন, মরদেহগুলোর মধ্যে কেবল দুটি দেহ ডিএনএ নমুনা ব্যবহার করে শনাক্ত করা গেছে। তারা হলেন জন ও জেন।

স্বজনদের মরদেহ শনাক্তে সংশ্লিষ্টদের কাছের ফ্যাসিলিটিতে ডিএনএ নমুনা জমা দিতে বলেছেন তিনি।

প্যাসিফিক ডিজাস্টার সেন্টার এর প্রাথমিক হিসাবে, আগুনে লাহাইনা শহরের ২ হাজার ২০৭ অবকাঠামো ধ্বংস হয়েছে, পুড়ে গেছে ২ হাজার ১৭০ একর এলাকা। ধবংস হওয়া অবকাঠামোগুলোর মধ্যে ৮৬ শতাংশই বসতঘর।