কানেটিকাটের মোহেগান সানের ক্যাসিনো কমপ্লেক্সে ‘টেসলা সেলস অ্যান্ড ডেলিভারি সেন্টার’ নামে টেসলার শো রুম হওয়ার কথা রয়েছে। ভোক্তারা সেখানে ড্রাইভ মডেল টেস্টও দিতে পারবেন।
মোহেগান ট্রাইবের মালিকানাধীন কানেটিকাটের ক্যাসিনো ও এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স মোহেগান সান এ সপ্তাহে ঘোষণা দেয়, ক্যালিফোর্নিয়াভিত্তিক ইলেকট্রিক অটোমেকার এমন অঞ্চলে তাদের শো রুম খুলবে যেখানে স্টেইটের আইন প্রযোজ্য নয়।
জুন মাসে টেসলার ২০২৫ সালে নিউ ইয়র্কের ওনিডা ইন্ডিয়ানা নেশনে শো রুম খোলার ঘোষণার পরই এ ঘোষণা আসে।
কানেটিকাট লিগ অফ কনজারভেশন ভোটারের নির্বাহী পরিচালক লরি ব্রাউন অটোমেকারদের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আরও দুটি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি লুসিড ও রিভিয়ানের সঙ্গে টেসলাও কানেটিকাটে শো রুম খোলার চেষ্টা করছে। রাস্তায় বেশি বৈদ্যুতিক গাড়ি থাকলে জনগণের জন্য ভালো হবে বলে মনে করেন ব্রাউন।
তবে কানেটিকাটের আইনপ্রণেতারা উৎপাদক প্রতিষ্ঠানের সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রির বিরোধী। সেখানকার রাজনৈতিক নেতারা চাইলেও বার বার সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রির বিলকে তারা খারিজ করে দিচ্ছেন। কানেটিকাটের অটোমেটিভ রিটেইল অ্যাসোসিয়েশনও বছরের পর বছর ধরে বিলটির বিরোধিতা করছেন।
অটোমেটিভ রিটেইল অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হেইডেন রেনডল্টস বলেন, ‘আমরা মোহেগান আদিবাসীর সার্বভৌমত্ব ও এসব অঞ্চলে যারা ব্যবসা করে তাদের সম্মান করি। তবে টেসলা ও অন্য বৈদ্যুতিক গাড়ি কোম্পানির সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রির বিরোধিতা করছি। আমরা কানেটিকাট আইনপ্রণেতাদের সম্মান করি। আমরা প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা চাই।’
টেসলা অনেক বছর ধরে ডিলারশিপ লাইসেন্স চেয়েছে তবে প্রতিবারই তা খারিজ করে দেয়া হয়েছে। অবশ্য এ বছরের শুরুতে আদালতের আগের রায়কে বাতিল করে ডেলাওয়্যারের সুপ্রিম কোর্ট টেসলার পক্ষে রায় দেয়।
কানেটিকাট ডিলার অ্যাসোশিয়েশনের নির্বাহী পরিচালক জেফ আইওসা বলেন, টেসলা ও অন্য কোম্পানিকে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করার অনুমোদন দিতে কমপক্ষে ১৬টি স্টেইট তাদের আইন পরিবর্তন করেছে। তবে তিনি কানেটিকাটের আইন পরিবর্তনের কোনো কথা বলেননি।
আইওসা জানান, সেখানে টয়োটা ও ফোর্ডের মতো বড় বড় কোপানিসহ প্রায় ৩২টি ম্যানুফেকচারিং কোম্পানি রয়েছে, যারা স্টেইটের আইন মেনে নিয়ে ব্যবসা পরিচালনা করছে।
তিনি বলেন, যেখানে অন্য সব কোম্পানি আইন মেনে তাদের ব্যবসা পরিচালনা করছে সেখানে টেসলার জন্য ব্যতিক্রমী আইন থাকা উচিত নয়।