ইউক্রেইনের ইন্টেরিয়র মিনিস্টার ইহোর ক্লাইমেনকো জানান, শায়রোকা বালকা গ্রামে এক দম্পতি ও তাদের ২৩ দিনের একটি শিশু এবং অন্য একজন নিহত হয়েছেন। দম্পতির ১২ বছর বয়সী আরেকটি ছেলে শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ট্যানিস্লাভের পাশের গ্রামে দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। ক্লাইমেনকো বলেন, এখানে আর্টিলারি দিয়ে ১২ বার হামলা চালানো হয়েছে।
টেলিগ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির দুটি ছবি শেয়ার করে ক্লাইমেনকো লেখেন, ‘সন্ত্রাসীরা কখনই বেসামরিক মানুষকে হত্যা করা বন্ধ করবে না, এদেরকে থামাতে হবে। বল প্রয়োগে। তারা আর কিছু বোঝে না।’
ইউক্রেইনের প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক বলেন, রোববার আরেকটি হামলায় খেরসন শহরে রাশিয়ান বাহিনীর হামলায় তিন জন আহত হয়েছেন।
ইউক্রেইনের সামরিক বাহিনী গত নভেম্বরে রাশিয়ার দখল থেকে খেরসন অঞ্চলের পশ্চিম অংশ পুনরুদ্ধার করেছে; কিন্তু রাশিয়ান সৈন্যরা দিনিপ্রো নদীর ওপার থেকে নিয়মিত গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।