ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির ইসলামিক আদালত রুস্তেই এবং লেইলা'স ব্রাদার্স প্রযোজক জাভেদ নুরুজবেগিকে দোষী সাব্যস্ত করেছে।
রুস্তেই এবং নুরুজবেগি নয় দিন কারাগারে থাকবেন। বাকি সাজা পাঁচ বছরের মধ্যে স্থগিত হবে। এ সময় তাদের চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সিনেমাটিতে তেহরানে দারিদ্রের সঙ্গে লড়াই করা পাঁচ ভাইবোনের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেন অভিনেত্রী তারানেহ আলিদুস্তি।
গত বছর ইরানি শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিক্ষোভে অংশ নেয়া এবং হিজাব ছাড়া ইনস্টাগ্রামে পোজ দেয়ায় আলিদুস্তিকেও জেলে পাঠানো হয়।
রুস্তেই সম্প্রতি ফ্রান্সের বিয়ারিটজ-এর নুভেলে ভ্যাগ ফেস্টিভ্যালে জুরি ছিলেন।
ইরানিয়ান চলচ্চিত্র নির্মাতার শাস্তির খবরে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা পরিচালক সাঈদ রুস্তেইকে নিষিদ্ধ করার বিষয়ে জানতে পেরে হতবাক হয়েছি। তার একমাত্র অপরাধ তিনি একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা।’