ইথিওপিয়ায় ফের জাতিসংঘের খাদ্য সহায়তা শুরু

টিবিএন ডেস্ক

আগস্ট ৮ ২০২৩, ১৬:৫৫

ইথিওপিয়ার নর্থ টাইগ্রে অঞ্চলের চারটি জেলার গত ৩১ জুলাই প্রায় ১০০ হাজার মানুষের কাছে গম বিতরণ করেছে ডব্লিওএফপি। ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার নর্থ টাইগ্রে অঞ্চলের চারটি জেলার গত ৩১ জুলাই প্রায় ১০০ হাজার মানুষের কাছে গম বিতরণ করেছে ডব্লিওএফপি। ছবি: সংগৃহীত

  • 0

অ্যাফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশ ইথিওপিয়ায় অনুদানের খাদ্যপণ্য চুরির প্রমাণ মেলার পর অনুদান স্থগিত করেছিল জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি)। তবে এর পাঁচ মাস পর ফের দেশটিতে এই সহায়তা দেয়া শুরু হয়েছে।

ডব্লিওএফপি জানিয়েছে, কিছু কিছু এলাকায় সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে সহায়তা শুরু করেছে তারা। ইথিওপিয়ার নর্থ টাইগ্রে অঞ্চলের চারটি জেলার গত ৩১ জুলাই প্রায় ১০০ হাজার মানুষের কাছে গম বিতরণ করে ডব্লিওএফপি ।

ডব্লিওএফপির এবারের পদক্ষেপের মধ্যে রয়েছে আধুনিক উপায়ে সাহায্যগ্রহণকারীদের নিবন্ধন করা, খাদ্যশস্যের বস্তায় বিশেষ চিহ্ন যোগ করা এবং সাহায্যকারীদের আরও ভালোভাবে প্রশিক্ষণ দেয়া।

গত মার্চে অনুদানের খাদ্যশস্য চুরির বিষয়টি ধরা পড়ার পর টাইগ্রেতে খাদ্য সহায়তা স্থগিত করে ডব্লিওএফপি। জুন মাসেও স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।

ইউএন এজেন্সি জানিয়েছে, ইথিওপিয়ার অনুদান দেয়া সংস্থাগুলো ত্রাণ ব্যবস্থায় সরকারের সংশ্লিষ্টতা চায় না। তবে, সরকারের অনুরোধে দেশটিতে ডব্লিওএফপি সরকারের সব স্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল জানিয়েছে, এবার ডব্লিওএফপির প্রোগ্রামটির অর্থায়ন করছে বিশ্বব্যাংক।

ইথিওপিয়ার সবচেয়ে বেশি খাদ্য সহায়তা দিয়ে থাকে অ্যামেরিকা। চুরির ঘটনা প্রকাশ পাওয়ার পর অ্যামেরিকাও খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে। ডব্লিওএফপি খাদ্য সহায়তা চালু করলেও অ্যামেরিকা স্থগিতাদেশ অব্যাহত রেখেছে।

অ্যামেরিকার ধারণা, চুরির ঘটনায় ইথিওপিয়ার কর্মকর্তারা জড়িত। তাই দেশটির সরকার যতক্ষণ পর্যন্ত ত্রাণ সহায়তার সঙ্গে জড়িত থাকবে ততক্ষণ পর্যন্ত স্থগিতাদেশ তোলা হবে না।

ইউএসএআইডি এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের লক্ষ্য হলো, যত দ্রুত সম্ভব খাদ্য সহযোগিতা কার্যক্রম ফের চালু করা। নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নির্ধারিত সহায়তা ঠিকমতো পৌঁছে দিতে সরবরাহ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হওয়ামাত্রই সহায়তা কার্যক্রম শুরু করা হবে।’


0 মন্তব্য

মন্তব্য করুন