গর্ভপাতের ওষুধ খেতে বাধ্য করতেন অভিনেতা পবন, অভিযোগ স্ত্রী জ্যোতির

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০ ২০২৫, ১:৪৪ হালনাগাদ: নভেম্বর ১৩ ২০২৫, ১৯:১৪

২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা পবন সিং ও স্ত্রী জ্যোতি সিং। ছবি: এনডিটিভি

২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা পবন সিং ও স্ত্রী জ্যোতি সিং। ছবি: এনডিটিভি

  • 0

'পবন জি প্রকাশ্যে সন্তান কামনা করতেন। কেউ যদি সত্যিই সন্তান চায় তাহলে তার স্ত্রীকে গর্ভপাতের ওষুধ খাওয়াতে পারেন না।'

বেশ অনেকদিন ধরেই স্ত্রী জ্যোতি সিংয়ের সঙ্গে টানাপোড়ন চলছে ভারতীয় ভোজপুরি অভিনেতা পবন সিংয়ের। শুধু আলাদা থাকাই নয়, একে অন্যকে নিয়ে অভিযোগ, পাল্টা আক্রমণও করছেন অহরহ।

সম্প্রতি পবনের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ এনেছেন জ্যোতি। অভিনেতা তাকে নিয়মিত গর্ভপাতের ওষুধ সেবনে বাধ্য করতেন বলে অভিযোগ করতেন তিনি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মুম্বাইয়ে আয়োজিত এক প্রেস মিটে এ কথা বলেন তিনি।

জ্যোতি আরও বলেন,’পবন জি প্রকাশ্যে সন্তান কামনা করতেন। কেউ যদি সত্যিই সন্তান চায় তাহলে তার স্ত্রীকে গর্ভপাতের ওষুধ খাওয়াতে পারেন না। আমি যখন খেতে আপত্তি করতাম তখন আমাকে মানসিকভাবে নির্যাতন করা হত। সহ্য না করতে পেরে একদিন ২৫ টি ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলি। পরে উনার ভাইসহ আরও দুজন আমাকে অন্ধেরির বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।‘

এ সময় অভিনেতার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও করেন তার স্ত্রী।

যা জানান অভিনেতা

স্ত্রীর এমন অভিযোগের পর সন্ধ্যায় সাংবাদিকদের প্রত্যুত্তর দেন পবন সিং।

জ্যোতির এসব অভিযোগ অতিরঞ্জিত উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন আমার সাথে দেখা করতে লখনৌ আসছেন। আমি তার উদ্দেশ্য সম্পর্কে সতর্ক ছিলাম এবং খবরটি প্রশাসনকে অবগত করে রাখি। তিনি তার ভাই-বোনদের নিয়ে আমার ফ্ল্যাটে আসেন। আমি তার সঙ্গে কেমন ব্যবহার করেছি সেটি আমার ইশ্বর জানেন।’

বিচ্ছেদ সম্পন্নের আগে স্ত্রী তার বাড়িতেই থাকতে চেয়েছিলেন বলে দাবি করেন অভিনেতা।

পবন জানান, একই বাড়িতে থেকে বিচ্ছেদের লড়াই করা যায় কিনা এ প্রশ্ন রাখেন স্ত্রীর কাছে।