পাকিস্তানে চাইনিজ গাড়িবহরে হামলা; ২ জনকে হত্যা করেছে পুলিশ

টিবিএন ডেস্ক

আগস্ট ১৩ ২০২৩, ১৭:৫৮

গোয়াদার পোর্ট। ফাইল ছবি

গোয়াদার পোর্ট। ফাইল ছবি

  • 0

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে চাইনিজ প্রকৌশলীদের একটি গাড়িবহরে হামলাকারী দুই বন্দুকধারীকে হত্যা করেছে পুলিশ।

গোয়াদারের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ চাকার বালোচ রোববার বলেন, ‘অপারেশনে দুই হামলাকারী নিহত হয়েছেন…।’

স্থানীয় পুলিশ কর্মকর্তা জাওয়াদ তারিক জানান, গোলাগুলিতে জড়িত চাইনিজ কনভয়ের সদস্য ও নিরাপত্তা কর্মীরা অক্ষত আছেন।

বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দক্ষিণের উপকূলীয় শহর গোয়াদারে (যেখানে চায়না একটি সমুদ্রবন্দর নির্মাণ করছে) চাইনিজ প্রকৌশলীদের বহনকারী যানে হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানে নিষিদ্ধ এই সশস্ত্র গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘বিএলএ মাজিদ ব্রিগেড আজ গোয়াদারে চাইনিজ প্রকৌশলীদের একটি কনভয় লক্ষ করে হামলা চালিয়েছে।’

এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে বলেছিল, এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি নিশ্চিত হওয়ায় নিরাপত্তা বাহিনী এলাকাটিকে ঘিরে রেখেছে এবং অনুসন্ধান অভিযান শুরু করেছে। সন্ত্রাসীরা হামলায় ছোট অস্ত্র ও হাতবোমা ব্যবহার করেছে।

চায়নার রাষ্ট্রচালিত সংবাদপত্র গ্লোবাল টাইমসও হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তিনটি এসইউভি এবং একটি ভ্যানের কনভয়ে হামলা চালানো হয়েছে। এতে ২৩ চাইনিজ কর্মী ছিলেন।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম উপকূলের একটি সমুদ্রবন্দর শহর গোয়াদার। সেখানে চায়নার সরকারের অর্থায়নে উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে।

এর আগেও বিএলএ এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী দলগুলো চায়না-সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প লক্ষ করে হামলা চালিয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন