২৭৬ অভিবাসীকে ফেরাল লিবিয়া ও তিউনিসিয়া

টিবিএন ডেস্ক

আগস্ট ১১ ২০২৩, ২০:০৪

মরুভূমিতে তীব্র গরমে খাবার ও পানি সংকটে অভিবাসীরা। ছবি: সংগৃহীত

মরুভূমিতে তীব্র গরমে খাবার ও পানি সংকটে অভিবাসীরা। ছবি: সংগৃহীত

  • 0

তিউনিসিয়া ও লিবিয়া বৃহস্পতিবার দুই দেশের সীমান্তের কাছে মরুভূমিতে আটকে পড়া ২৭৬ জন সাব-সাহারান অভিবাসীকে আশ্রয় কেন্দ্রে ফিরিয়ে নিয়ে এসেছে।

তিউনিসিয়াকে রাস জেদিরের সীমান্ত পোস্টের কাছে নো-ম্যানস ল্যান্ডে প্রচণ্ড গরমে অভিবাসীরা আটকা পড়েন। লিবিয়া বুধবার জানিয়েছে, তিউনিসিয়া সীমান্তের কাছের মরুভূমিতে সাব-সাহারান আফ্রিকা থেকে আসা ২৭ অভিবাসীর মৃতদের উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

সম্প্রতি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ নৌকায় করে ইউরোপ যেতে চাওয়া অভিবাসীদের জন্য তিউনিসিয়ার উপকূল ও পূর্বাঞ্চলীয় বন্দর নগরী স্ফ্যাক্স প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাকার বুজঘায়া বলেন, ‘আমরা তিউনিশিয়ার রেড ক্রিসেন্টের আশ্রয়ে থাকা একটি গ্রুপের দায়িত্ব নিয়েছি এবং লিবিয়াও একই কাজ করেছে যাতে অভিবাসীদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া যায়।’

লিবিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি একতি সম্মতিপূর্ণ সমাধান ছিল। দুই দেশের মধ্যে সীমান্ত এলাকায় উপস্থিত অভিবাসীদের নিয়ে সমস্যার সমাধানে পৌঁছেছি।

তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট ও অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সমন্বয়ে পরিচালিত অভিযানে ৪৫ জন নারী ও আট শিশুসহ ১২৬ জন অভিবাসীকে উদ্ধার করে দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি শহরে স্থানান্তর করা হয়েছে।

লিবিয়ার জাতীয় মানবাধিকার কমিটির চেয়ারম্যান আহমেদ হামজা বলেন, লিবিয়ার বর্ডার গার্ডরা ১৫০ জন অভিবাসীকে রাজধানী ত্রিপোলির আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে।

দুই দেশই নিশ্চিত করেছে বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত এলাকা খালি করা হয়েছে।

অভিবাসীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা এবং মরুভূমিকে অভিবাসীমুক্ত রাখার জন্য টহল বাড়ানোর বিবরণ ছাড়া চুক্তির অন্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি।