ওহাইওর এক আদালতে পাঁচ দিনের শুনানির পর ২৫ বছর বয়সী জশুয়া সিলসকে শুক্রবার সব অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। প্রায় তিন ঘণ্টা আলোচনার পর এই রায় দেন জুরি।
প্রসিকিউটররা অভিযোগ করেছিলেন, ২০১৯ সালের ডিসেম্বরে সিলস তার পিকআপ ট্রাকে এক নারীকে লাঞ্ছিত করেছেন।
অভিযোগের পর তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
তবে, সিলসকে অভিযোগ থেকে মুক্তি দেয়ার পর এনএফএল এক বিবৃতিতে বলেছে, তারা অব্যাহতি তালিকা থেকে সিলসের নাম সরিয়ে দিতে বলেছে এবং সেই সঙ্গে তাকে ক্লাবে যোগদানের যোগ্য বলে বিবেচনা করছে।
তিনি ২০২২ সালে দলের একজন রুকি এবং গত বছর নিয়মিত সিজনের খেলোয়াড় ছিলেন।