মাস্ক ও জাকারবার্গ লড়বেন ইটালিতে

টিবিএন ডেস্ক

আগস্ট ১২ ২০২৩, ১৬:১৭

ইটালির কোন এক প্রাচীন জায়গায় লড়বেন তারা। ছবি: সংগৃহীত

ইটালির কোন এক প্রাচীন জায়গায় লড়বেন তারা। ছবি: সংগৃহীত

  • 0

প্রযুক্তি জগতের দুই জায়ান্ট ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের মধ্যে বহুল আলোচিত কেইজ ফাইট অনুষ্ঠিত হবে ইটালিতে। ইটালির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

ইটালির কালচারাল মিনিস্ট্রি জানায়, তারা দুই টেক টেক জায়ান্টের আলোচিত কেইজ ফাইটিং এর জন্য বড় ইভেন্টের পরিকল্পনা করছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কেইজ ফাইটটি রোমের কলোসিয়ামে হবে না। তবে ইটালির অন্য কোনো জায়গায় অনুষ্ঠিত হবে। অন্য প্রাচীন রোমান সাইট যেমন- পম্পেই, হারকুলেনিয়াম বা উত্তর ইটালির ভেরোনার অ্যাম্ফিথিয়েটারে হতে পারে।

ইলন মাস্ক এক এক্স বার্তায় বলেছেন, তিনি ইটালির কালচালার মিনিস্টারের পাশাপাশি প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনির সঙ্গেও দেখা করেছেন এবং একটি ঐতিহাসিক স্থানে এই কেইজ ফাইটের আয়োজন করবেন বলে তারা একমত হয়েছেন।

কালচালার মিনিস্টার সাঙ্গিউলিয়ানো এক বিবৃতিতে জানিয়েছেন, একটি চ্যারেটি ইভেন্ট কীভাবে করা যায় তা নিয়ে মাস্কের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি বলেন, ইভেন্টি রোমে হবে না। তবে এতে অনেক মিলিয়ন ইউরো আয় হবে। আয় করা অর্থ শিশু হসপাতালে ও ইটালির শিশু রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে।

এ বিষয়ে মার্ক জাকারবার্গ বলেছেন, তিনি আর অপেক্ষা করতে পারছেন না।

থ্রেডসের এক পোস্টে তিনি বলেন, তিনি কেইজ ফাইটিং এর জন্য ২৬ অগাস্ট প্রস্তাব করেছেন।

মাস্ক এক এক্স বার্তায় জানিয়েছিলেন, কেইজ ফাইটিং এর জন্য তিনি সারাদিন ভারোত্তলন করে প্রস্তুতি নিচ্ছেন। এর জবাবে মাস্ক বলেছেন তিনিও প্রস্তুত।

তবে, ইটালির কর্তৃপক্ষ শারীরিক লড়াইয়ের পরিবর্তে সার্টামেনের এর প্রস্তাব করেছে। সার্টামেন একটি প্রাচীন প্রতিযোগিতা। যেখানে প্রতিযোগীদের ক্ল্যাসিক্যাল ইতিহাস ও পুরাণ সম্পর্কে উত্তর দিতে হয়। প্রতিযোগিতাকে আরও আকর্যণীয় করতে দ্বৈত ল্যাটিন ভাষা ব্যবহারের প্রস্তাব দিয়েছে তারা।

তবে এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাননি এই দুই টেক জায়ান্ট।