কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ওজোন পার্কের নাইন্টি এইট-জিরো-ওয়ান-ওয়ান-জিরো-ওয়ান অ্যাভিনিওতে আগুন লাগে।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার ফাইটাররা সেখানে পৌঁছান। তারা ভবনের দ্বিতীয় তলায় ৯৩ বছর বয়সী এক নারীকে অচেতন অবস্থায় পান। এরপর স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
কর্মকর্তারা প্রাথমিক তদন্তের পর ধারণা করছেন, একটি লিথিয়াম আয়ন ব্যাটারির বিস্ফোরণে আগুন লেগেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট কাজ করছে।
জানা গেছে, নিহত নারীর ছেলে ভবনটির মালিক।