ফের ঘর ভাঙল ব্রিটনির

টিবিএন ডেস্ক

আগস্ট ১৭ ২০২৩, ১৩:০০

একসঙ্গে ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগারি। সংগৃহীত ছবি

একসঙ্গে ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগারি। সংগৃহীত ছবি

  • 0

পপতারকা ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে ইরানি-অ্যামেরিকান মডেল ও ফিটনেস ট্রেইনার স্যাম আসগারির বিয়ে হয়েছে। বিয়ের প্রায় ১৪ মাস পর তাদের বিচ্ছেদ হলো বলে ইউএস সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।

তবে এ বিষয়ে স্পিয়ার্স ও আসগারির পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

সম্প্রতি দুজনের বিবাহিত জীবনের অস্থিরতা নিয়ে সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রথম সংবাদ প্রচার করে টিএমজেড। একটি সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করেছে, আসগারি বিয়ে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন।

ব্রিটনি-আসগারি দম্পতির প্রথম দেখা হয় ২০১৬ সালে। ব্রিটনি তখন ‘স্লাম্বার পার্টি’ গানের ভিডিও শ্যুট করছিলেন। তারা ২০২২ সালের জুন মাসে ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকসে বিয়ে করেন। প্যারিস হিলটন, ম্যাডোনা এবং ড্রু ব্যারিমোরসহ বহু সেলিব্রিটি বিয়েতে উপস্থিত ছিলেন।

বাগদানের সময় এই দম্পতি ঘোষণা করেন, তারা একসঙ্গে তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন; তবে পরে জানা যায় গর্ভপাত ঘটিয়েছেন ব্রিটনি।

এর আগে বাবার সঙ্গে ব্রিটনির আইনি লড়াই চলার সময় তার পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আসগারি। ২৯ বছর বয়সী আসগারি ৪১ বছর বয়সী স্পিয়ার্সের মানসিক স্বাস্থ্য চিকিৎসায় সহায়তা করেছিলেন।

আরও পড়ুন: অক্টোবরে আসছে ব্রিটনি স্পিয়ার্সের আত্মজীবনী

স্পিয়ার্স তার স্মৃতিকথা ‘দ্য ওম্যান ইন মি’ এই অক্টোবরে প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে ২০০৪ সালে ৫৫ ঘণ্টার জন্য শৈশব বন্ধু জেসন আলেকজান্ডারকে বিয়ে করেন ব্রিটনি।

২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত ছিলেন র‌্যাপার কেভিন ফেডারলিনকের সঙ্গে। তাদের দুটি সন্তান রয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন