বাংলাদেশে শেখ হাসিনায় বিপুল আস্থা, সমর্থনে এগিয়ে বিরোধীদল
টিবিএন ডেস্ক
আগস্ট ৯ ২০২৩, ১২:৫৪
- 1
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) বাংলাদেশের রাজনীতি বিষয়ে একটি জরিপ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখলেও বিরোধীদলের প্রতি জনসমর্থন বাড়ছে।
জরিপে অংশ নেয়া ৪৪ শতাংশ মানুষ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। তবে সংখ্যাগরিষ্ঠদের মতামত হলো, নির্বাচন যার অধীনেই হোক না কেন তাতে বিরোধী দলের নির্বাচনে অংশ নেয়া উচিত।
দেশব্যাপী পাঁচ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর গত এপ্রিলে জরিপটি পরিচালনা করে অ্যামেরিকাভিত্তিক প্রতিষ্ঠান আইআরআই। এর ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে গত মঙ্গলবার।
জরিপে অংশ নেয়া ব্যক্তিদের বেশিরভাগ বাংলাদেশের গতিপথ সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন।
এতে দেখা গেছে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বর্তমান সরকার জনসমর্থন ধরে রাখলেও সাম্প্রতিক সময়ে দেশটির বিরোধী দলের জনপ্রিয়তা বাড়ছে। অবশ্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনগণের সমর্থন ধীরে ধীরে কমছে।
আইআরআইয়ের জরিপে দেখা গেছে, ২০১৪ সালের পর প্রথমবারের মতো অধিকাংশ বাংলাদেশি মনে করছেন দেশ ভুল পথে এগোচ্ছে। তবে জরিপে অংশ নেয়া ৪৪ শতাংশের দাবি, বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে। একই প্রশ্নে ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশের ক্ষমতাসীন সরকার সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছিলেন ৭৬ শতাংশ।
জরিপে অংশগ্রহণকারীদের দাবি, নিত্যপণ্যের ক্রমবর্ধমান দাম জনগণের মধ্যে সরকার সম্পর্কে হতাশা বৃদ্ধির প্রাথমিক কারণ।
এক অংশগ্রহণকারী বলেন, ‘আমার স্বামীর বেতন বাড়েনি, কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।’
জরিপ অনুসারে, বেশিরভাগ বাংলাদেশি বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দক্ষতা ও দূরদর্শিতাকে সমর্থন করলেও পিছিয়ে নেই বিরোধীদলও।
শতকরা ৭০ শতাংশ বাংলাদেশী শেখ হাসিনার দক্ষ হাতে দেশ পরিচালনার সমর্থন করেছেন। একই সঙ্গে বিরোধী দলের প্রতি সমর্থন ৬৩ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালের সেপ্টেম্বরের ছিল ৩৬ শতাংশ।
জরিপে অংশগ্রহণকারীরা বলছেন, ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতার উন্নতি হলে তারা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী।
৯২ শতাংশ মানুষ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোট দেয়ার সম্ভাবনা রয়েছে (এর মধ্যে ৫৭ শতাংশ উত্তর ছিল ‘খুব সম্ভবত’)।
যারা ভোট দিতে চান না, তারা নির্বাচনে জালিয়াতি ও ভোটার নিবন্ধনের সমস্যাকে মূল বাধা হিসেবে উল্লেখ করেছেন।
জরিপের ৪৪ শতাংশ মানুষ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। তবে সংখ্যাগরিষ্ঠদের মতামত, নির্বাচনকালিন প্রশাসন যে ধরনেরই হোক না কেন বিরোধী দলের ভোটে অংশ নেয়া উচিত।
আইআরআইয়ের সাউথ এশিয়া ডিরেক্টর স্টিভ সিমা বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পক্ষে জনসমর্থন বেশ উৎসাহজনক। জরিপের ফল আসন্ন নির্বাচনে ব্যালট বক্সে একজনের সত্যিকারের পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাংলাদেশিদের মৌলিক আকাঙ্ক্ষাকেই ব্যক্ত করে।’
আশা করা হচ্ছে, ২০২৪ সালের জানুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষ থেকে রেডস্টোন সায়েন্টিফিকের তত্ত্বাবধানে ২০২৩ সালের ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত এ জরিপ চালানো হয়।
একাধিক স্তরে ব্যক্তিগতভাবে প্রতি অংশগ্রহণকারীর কাছে থেকে ডেটা সংগ্রহ করা হয়েছে। জরিপে ১৮ বছর বা তার বেশি বয়সের পাঁচ হাজার নাগরিক অংশ নেন।
দেশটির আটটি বিভাগের ৬৪টি জেলার ৫০০ প্রাইমারি স্যামপ্লিং ইউনিটে (পিএসইউ) জরিপের নমুনা বিতরণ করা হয়।