কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তারা

টিবিএন ডেস্ক

আগস্ট ১১ ২০২৩, ১২:৫৬

টেক্সাসে কুকুর বাঁচাতে নিহত তিনজন। ছবি: সংগৃহীত

টেক্সাসে কুকুর বাঁচাতে নিহত তিনজন। ছবি: সংগৃহীত

  • 0

টেক্সাসে কর্নফিল্ডের চৌবাচ্চা থেকে একটি কুকুর ও তিন জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, কুকুরটি চৌবাচ্চায় পড়ে গেলে সেটি উদ্ধারে নেমে একে একে প্রাণ হারান তিন জন।

টেক্সাসের বাসট্রপ কাউন্টিতে বুধবার ঘটে এই ঘটনা।

কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, মৃতরা হলেন ৩৭ বছর বয়সী ডেলভিস গার্সিয়া, ২৬ বছর বয়সী ডেনিস মার্টিনেজ ও ৪৫ বছর বয়সী নোয়েল ভিজিল-বেনিতেজ। তারা আরেকজনের সঙ্গে ঘটনাস্থলে শিকারে গিয়েছিলেন।

কর্মকর্তারা বলছেন, তাদের সঙ্গে থাকা কুকুরটি কর্নফিল্ডের চৌবাচ্চায় পড়ে যাওয়ায় সেটিকে উদ্ধার করতে প্রথমে নামেন সেটির মালিক। তিনি ফিরে না আসায় আরও দুজন চৌবাচ্চায় নামেন।

তিন জনের কেউই ফিরে না আসায় চতুর্থ ব্যক্তি নাইন-ওয়ান-ওয়ানে কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ ও উদ্ধারকর্মীরা রাত ১ টার দিকে সেখানে পৌঁছান। চতুর্থ ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

উদ্ধারকর্মীরা গিয়ে দেখেন, চৌবাচ্চায় খুব বেশি পানি ছিল না। তবে সেখান থেকে সেপটিক ট্যাঙ্কের মতো ঝাঁঝালো ধোঁয়া বের হচ্ছিল। একে একে তিন জন ও কুকুরটির দেহ উদ্ধার করেন তারা।

কর্মকর্তাদের ধারণা, চৌবাচ্চার গ্যাসে ও অক্সিজেনের অভাবে ওই তিন জনের মৃত্যু হয়েছে। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।