বিদেশি হস্তক্ষেপের আশঙ্কায় নাইজারের আকাশসীমা বন্ধ
টিবিএন ডেস্ক
আগস্ট ৭ ২০২৩, ১১:৩৭
- 0
নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের অভ্যুত্থানে জড়িত নেতারা দেশটিতে বিদেশি সামরিক অভিযানের আশঙ্কায় আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে মুক্ত করে ক্ষমতায় পুনর্বহালের উদ্দেশ্যে দেশটির প্রেসিডেন্সিয়াল ভবনে সামরিক অভিযানের হুমকি দিয়েছে ফ্রান্স ও পশ্চিম অ্যাফ্রিকার দেশগুলোর গ্রুপ ইকোওয়াসসহ বেশ কয়েকটি প্রতিবেশী দেশ।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার-টুয়েন্টি ফোর দেখাচ্ছে, বর্তমানে নাইজারের আকাশে কোনো বিমান নেই।
এর আগে ইকোওয়াস এক সতর্ক বার্তায় বলেছে, রোববার স্থানীয় সময় রাত ১১টার মধ্যে বাজুমকে ক্ষমতায় ফিরিয়ে না আনলে তারা সামরিক শক্তি প্রয়োগ করবে।
নাইজার জান্তার একজন মুখপাত্র বলেছেন, নাইজারের সশস্ত্র বাহিনী বহির্বিশ্বের যেকোনো আক্রমণ থেকে দেশরক্ষার জন্য প্রস্তুত রয়েছে।
দেশটির ন্যাশনাল টেলিভিশনে রোববার এক বিবৃতিতে নাইজার জান্তার প্রতিনিধি বলেন, ‘একটি বিদেশি শক্তি’ নাইজারে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
প্রতিবেশী দেশ নাইজেরিয়ায় জরুরি পরিস্থিতি নিয়ে বৈঠকের পর ইকোওয়াসের সদস্য দেশগুলোর সামরিক প্রধানরা শুক্রবার দাবি করেন, তারা নাইজারে সামরিক অভিযানের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছেন।
ইকোওয়াসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স, পিস অ্যান্ড সিকিউরিটি কমিশনার আব্দেল-ফাতাউ মুসাহ বলেন, ‘যেকোনো ধরনের চূড়ান্ত হস্তক্ষেপের জন্য কী কী প্রয়োজন, আমরা কীভাবে এবং কখন বাহিনী মোতায়েন করতে যাচ্ছি এসব সিদ্ধান্তসহ সব বিষয় বৈঠকে আলোচনা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই সামরিক শক্তি নয় বরং কূটনীতি কাজ করুক। আমরা তাদের (নাইজারের জান্তা) কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়ে বলতে চাই, তারা যা করেছে, যে সিদ্ধান্ত নিয়েছে তা পরিবর্তনের জন্য আমরা তাদের সব ধরনের সুযোগ দিচ্ছি।’
দেশটির অভিজাত প্রেসিডেন্সিয়াল গার্ডের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর গত ২৬ জুলাই বাজুমকে আটক করা হয়। এরপর প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ডার জেনারেল আবদুরাহমানে চিয়ানি নিজেকে দেশটির নতুন নেতা হিসেবে ঘোষণা করেন।
ফ্রান্স, অ্যামেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, ইকোওয়াসসহ আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটির সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে।