লিজোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

টিবিএন ডেস্ক

আগস্ট ২ ২০২৩, ১৪:১৭

অ্যামেরিকান পপ তারকা লিজো। ছবি: সংগৃহীত

অ্যামেরিকান পপ তারকা লিজো। ছবি: সংগৃহীত

  • 0

পপ তারকা লিজোর বিরুদ্ধে যৌন হয়রানি ও কর্মক্ষেত্রে বাজে পরিবেশ তৈরির অভিযোগ করেছেন তার সাবেক তিন নৃত্যশিল্পী।

আরিয়ানা ডেভিস, ক্রিস্টাল উইলিয়ামস ও নোয়েল রোদ্রিগেজ এই তিন সাবেক নৃত্যশিল্পী লিজো, তার ড্যান্স ক্যাপ্টেন ও তার প্রোডাকশন কোম্পানির বিগ গ্রিল বিগ ট্যুরিং ( বিজিবিটি) এর বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযোগগুলোর মধ্যে যৌন, ধর্মীয় ও জাতিগত হয়রানি, বৈষম্য, হামলা ও মিথ্যা কারাদণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া ফ্যাট-শেমিং এর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

লস অ্যাঞ্জেলসে মঙ্গলবার তার নামে আইনি পদক্ষেপ নেয়া হয়। এতে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৩ এর মধ্যে তাদেরকে বিভিন্ন যৌন অবমাননাকর আচরণ ও অশোভন যৌন শোতে অংশগ্রহণের জন্য চাপ প্রয়োগ করেছে লিজো।

অভিযোগে আরও বলা আছে, বিজিবিটির এক ট্যুরে কাজ করার সময় তাদের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে।

তারা অভিযোগ করেছেন, লিজোর ইউরোপিয়ান ট্যুরের সময় কাজ করার জন্য লিজো ও তার প্রযোজনা সংস্থা তাদেরকে ন্যায্য পারিশ্রমিক দেয়নি। তারা দাবি করেছেন, যেখানে অন্য পারফর্মাররা ৫০ শতাংশ পেয়েছিল সেখানে তাদেরকে মাত্র ২৫ শতাংশ পারিশ্রমিক দেয়া হয়েছে।

লিজো ট্রুথ হার্টস, অ্যাবাউট ড্যাম টাইম, জুস, গুড অ্যাজ হেল ও টু বি লাভড এর জন্য বেশ জনপ্রিয়তা লাভ করেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন