কুচার এক ইন্সটাগ্রাম ভিডিওতে তার স্ত্রীকে নিজেদের বাড়িতে ‘অপরিচিত অতিথিদের আমন্ত্রণ জানানোর’ এই আইডিয়া দেন।
তাদের বাড়িতে এ বিশেষ ব্যবস্থা সপ্তাহে একদিনের জন্য থাকছে। শনিবার অতিথিরা থাকতে পারবেন সেখানে। ওইদিন কুচার ও কুনিস অতিথিদের নিজেরাই বাড়িতে স্বাগত জানাবেন। বুধবার থেকে বুকিং শুরু হয়েছে।
দুই তারকার ক্যালিফোর্নিয়ার বিচ হাউজকে ‘অ্যাস্টন অ্যান্ড মিলাস ওশানফ্রন্ট ওয়েসিস’ হিসেবে এয়ারবিএনবিতে নিবন্ধিত করা হয়েছে। সৈকতের পাশের বাড়িটিতে দুটি বেডরুম, বাথরুম, টাব ও বাইরে বসার জায়গাসহ অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে।
বাড়িটিতে থাকতে চাইলে, এয়ারবিএনবির মাধ্যমে অনুরোধ পাঠাতে হবে অতিথিদের। বিনামূল্যে থাকতে পারলেও, কুচার-কুনিস দম্পতির কাছ থেকে কয়েকটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। যেমন, জাতীয় পরিচয় পত্র ও এয়ারবিএনবিতে চমৎকার অতীত রেকর্ড।