ইন্ডিয়ানাপোলিসের স্কুলের পার্কিং লটের গাড়িতে ৩ মরদেহ

টিবিএন ডেস্ক

আগস্ট ১৪ ২০২৩, ১৮:১৪

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

ইন্ডিয়ানাপোলিসের একটি এলিমেন্টারি স্কুলের পার্কিং লটে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল সোয়া ৮টার দিকে জোনাথান জেনিংস স্কুল ওয়ান জিরো নাইনের বাইরে পার্ক করা একটি গাড়ি থেকে তিন ব্যক্তিকে মৃত ও এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।

চতুর্থ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ বলেছে, নিহতদের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ইন্ডিয়ানাপোলিস স্কুল ডিসট্রিক্ট এক বিবৃতিতে জানায়, গাড়িতে থাকা এক ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন।

স্কুলের শিক্ষার্থীরা নিরাপদে রয়েছে। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন