
নিউ ইয়র্কের চিকিৎসকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

টিবিএন ডেস্ক
আগস্ট ৮ ২০২৩, ১৪:২১

অভিযুক্ত চিকিৎসক জি অ্যালান চেং। ছবি: নিউ ইয়র্ক টাইমস
- 0
নিউ ইয়র্ক সিটির নামকরা হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে অন্তত ছয় জন নারীকে অচেতন অবস্থায় যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটররা সোমবার জানিয়েছেন, ওই চিকিৎসকের কাছে আসা রোগীদের অচেতন করে তাদের উপর যৌন নির্যাতন চালিয়েছেন তিনি। একই সঙ্গে তার বিরুদ্ধে রোগীদের ভিডিও ধারণ করারও অভিযোগ আনা হয়েছে।
নিউ ইয়র্কের কুইন্স হাসপাতালে তিন রোগীকে যৌন নিপীড়ন ও কুইন্সে নিজের অ্যাপার্টমেন্টে আরও তিন নারীকে ধর্ষণের অভিযোগে জি অ্যালান চেং নামের ওই ডাক্তারকে সোমবার আদালতে হাজির করা হয়।
অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন ৩৩ বছর বয়সী গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট চেং।
এর আগে কুইন্সে নিজ বাড়িতে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর গত ডিসেম্বরে তাকে কুইন্স হাসপাতালের চাকরি থেকে বরখাস্ত করা হয়।
ওই নারী কর্তৃপক্ষকে জানান, তাকে ও আরও কয়েকজন নারীকে অচেতন অবস্থায় চেনের যৌন নিপীড়নের ভিডিও পেয়েছেন তিনি।
ঘটনার তদন্তে আরও নতুন তথ্য উঠে আসায় তার বিরুদ্ধেও নতুন অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারীরা তার বাড়ি ও ডিভাইসগুলোর তল্লাশিতে বেশ কয়েকটি ভিডিও জব্দ করেছেন। এতে চেং তার বাড়ি ও কর্মক্ষেত্রে বেশ কয়েকজন নারীকে নির্যাতনের প্রমাণ মিলেছে।
প্রসিকিউটররা দাবি করেছেন, হাসপাতালের ফুটেজে চেংকে ১৯ বছর বয়সী এক যুবক ও ৪৭ বছর বয়সী এক ‘গুরুতর’ রোগীসহ হাসপাতালের তিনজন রোগীকে মারধর করতে দেখা গেছে।
আদালতের নথি অনুসারে, ভিডিওতে মনে হয়েছে নারীদের নির্যাতনের সময় সবাই অচেতন ছিলেন। তাদের অচেতন করতে চেং অ্যানেস্থেশিয়া ব্যবহার করেছিলেন। এছাড়া তার বাড়ি থেকে বিভিন্ন ধরনের লিকুইড অ্যানেস্থেশিয়া, কোকেইন ও এক্সটেসি উদ্ধার করেছে পুলিশ।
এক বিবৃতিতে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, ‘চেংয়ের বিরুদ্ধে প্রমাণগুলো তাকে একজন সিরিয়াল ধর্ষক হিসেবে ইঙ্গিত করে। তিনি শুধু তার পবিত্র পেশাগত শপথ ও রোগীদের বিশ্বাসই লঙ্ঘন করেননি বরং মানুষের শালীনতার প্রতিটি মান লঙ্ঘন করেছেন।’
রোগীদের নির্যাতনের ঘটনা ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ঘটলেও প্রসিকিউটররা বলেছেন, নিউইয়র্ক সিটি, লাস ভেগাস, সান ফ্রান্সিসকো এবং থাইল্যান্ডের বিভিন্ন স্থানে অন্য নারীদের নির্যাতন করেছেন চেং। এ বিষয়ে তাদের কাছে অতিরিক্ত প্রমাণ রয়েছে।