পিটসবার্গ সিনাগগে ১১ ইহুদি হত্যাকারীকে মৃত্যুদণ্ডে সম্মত জুরি

টিবিএন ডেস্ক

আগস্ট ২ ২০২৩, ১৭:৫৬

অভিযুক্ত রবার্ট বোয়ার্স। ছবি: সংগৃহীত

অভিযুক্ত রবার্ট বোয়ার্স। ছবি: সংগৃহীত

  • 0

পেনসিলভেনিয়ার পিটসবার্গের ট্রি অফ লাইফ উপাসনালয়ে (সিনাগগ) ২০১৮ সালের ২৭ অক্টোবর ১১ ইহুদিকে গুলি করে হত্যার দায়ে আসামী রবার্ট বোয়ার্সকে মৃত্যুদণ্ডের সাজা দিতে সম্মত হয়েছে অ্যামেরিকান ফেডারেল জুরি।

ইউএস ডিসট্রিক্ট আদালতের বিচারক রবার্ট কোলভিলের কাছে বুধবারে সর্বসম্মত ভোটের রায় দেয় জমা দেয় জুরি

তাকে মৃত্যুদণ্ড দিতে ১২ জন জুরির ভোটের প্রয়োজন ছিল। প্রসিকিউটররা জুরিকে মৃত্যুদণ্ডের পক্ষে ভোট দিতে বলেন।

আরও পড়ুন: ইহুদি উপাসনালয়ে হামলায় মৃত্যুদণ্ডের যোগ্য বাওয়ার্স

একই জুরি সিনাগগে হামলার ঘটনায় বোয়ার্সকে বিদ্বেষমূলক অপরাধের ১১ কাউন্টসহ ৬৩টি অভিযোগে দোষী সাব্যস্ত করে।

বোয়ার্স ১১ জন উপাসককে গুলি করে হত্যা করেন। তাদেরকে উদ্ধার করতে আসা পুলিশ কর্মকর্তাসহ আরও সাত জনকে আহত করেন।

আরও পড়ুন: পিটসবার্গে ইহুদি উপাসনালয়ে হামলায় দোষি সাব্যস্ত আসামি

অভিযুক্ত বোয়ার্স পেশায় ট্রাক ড্রাইভার ছিলেন। ঘটনার পর তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ঘেঁটে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, বরাবরই তিনি ইহুদিবিদ্বেষী ছিলেন।

প্রসিকিউটররা জানান, সেমি অটোমেটেড অ্যাসাল্ট রাইফেল ও তিনটি হ্যান্ডগান নিয়ে ঘটনার দিন সিনাগগে প্রবেশ করেন বোয়ার্স। উপাসনালয়ে প্রার্থনারত ইহুদিদের ওপর হামলা করেন তিনি।

এতে ১১ ইহুদি নিহত হলেও বোয়ার্স কোনো ধরনের অনুতাপ দেখাননি। বরং আরও বেশি সংখ্যক ইহুদি হত্যায় ব্যর্থ হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

হামলার সময় তিনি চিৎকার করে বলছিলেন, ‘সব ইহুদিদের মরতে হবে’। ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন