ভালুকের জন্য দেরিতে ছাড়ল বিমান

টিবিএন ডেস্ক

আগস্ট ৭ ২০২৩, ১৮:৪০

বিমানে চলাফেরা করছিল ভালুকটি। ছবি: সংগৃহীত

বিমানে চলাফেরা করছিল ভালুকটি। ছবি: সংগৃহীত

  • 0

দুবাই থেকে ইরাকের বাগদাদগামী ইরাকি এয়ার ওয়েজের একটি ফ্লাইট ভালুকের কারণে দেরিতে যাত্রা শুরু করেছে। শুক্রবার দুবাই বিমানবন্দরে কার্গোতে থাকা খাঁচা ভেঙ্গে একটি ভালুকটি বেরিয়ে গেলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বিমানটি যাত্রা শুরু করে।

ইরাকি এয়ারওয়েজের এক যাত্রীর ধারণ করা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে বলেছে, বাগদাদের ফিরতি ফ্লাইট ‘কার্গোতে ভালুকের কারণে’ এক ঘন্টার বেশি দেরি করে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, একটি ভালুক শাবক বিমানের কার্গোর ভেতরে ঘুরে বেড়াচ্ছে। আশেপাশের মানুষজন তাকে শান্ত রাখার চেষ্টা করছে।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে ইরাকি এয়ারওয়েজ জানিয়েছে, দুবাইয়ের একটি বিশেষজ্ঞ দল ভালুকটিকে উদ্ধার করার পর বিমানটি আবার রওনা করে।

এয়ারলাইনটি জানিয়েছে, দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পরে ভালুকটি তার খাঁচা থেকে পালিয়ে যায়। তারা নিশ্চিত করেছে যে, ভালুকটিকে আন্তর্জাতিক প্রাণী কল্যাণ নির্দেশিকা অনুসারে পরিবহন করা হচ্ছিল।

বিমানের ক্রুরা সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। দুবাই প্রাণীটিকে উদ্ধার করতে এবং বিমান থেকে নামানোর জন্য একটি বিশেষ দল পাঠায়। তারা বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করার পর এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তা নিশ্চিত করার পর বিমানটি বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করে।

ইরাকের পরিবহন মন্ত্রণালয় সোমবার সিএনএনকে জানায়, বিমানটিতে আসলে দুটি ভালুক ছিল।

বিবৃতিতে জানানো হয়, ‘বাগদাদ থেকে দুটি বিপন্ন প্রজাতির ভালুক শাবক দুবাইয়ে পাঠানো হয়। বিমানটি দুবাইয়ে পৌঁছানোর পর একটি ভালুক তার খাঁচা ভেঙে বেরিয়ে যায়। এই কারণে দুবাই বিমানবন্দরের স্বাস্থ্য ও পরিবেশ কর্তৃপক্ষ তাকে আটক করতে বাধ্য হয়।’


0 মন্তব্য

মন্তব্য করুন