সংস্থাটি সতর্ক করে জানায়, উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি অ্যাটলান্টা, ডেনভার ও ফ্লোরিডা বিমানবন্দরের ফ্লাইটগুলোও রিরুটিং বা বাতিল করা হতে পারে।
নিউইয়র্ক সিটির জন এফ ক্যানেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর, লাগার্ডিয়া বিমানবন্দর ও নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরি আবহাওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।
জেএফকে বিমানবন্দরে গড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিলম্বিত ছিল বিভিন্ন ফ্লাইট।
নিউ ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এবং নিউ ইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার পূ চলতি সপ্তাহে শক্তিশালী, ধীরগতির বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
হার্টফোর্ড, কানেটিকাট ও বোস্টনসহ নিউ ইংল্যান্ডের বেশিরভাগ শহরে ফ্লাড ওয়াচ জারি করা হয়েছে।