সিরিয়ায় আইএস নেতা নিহত

টিবিএন ডেস্ক

আগস্ট ৩ ২০২৩, ১৮:১৩

সিরিয়ায় আইএস-এর ব্যানার। ফাইল ছবি

সিরিয়ায় আইএস-এর ব্যানার। ফাইল ছবি

  • 0

সিরিয়ার ইদলিব প্রদেশে চরমপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের সঙ্গে সংঘর্ষে আইএস নেতা আবু আল-হুসেন আল-হুসেইনি আল-কুরাশি নিহত হয়েছেন। ইসলামিক স্টেইট (আইএস) বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।

আইএস-এর একজন মুখপাত্র টেলিগ্রামে একটি রেকর্ড বার্তায় এ তথ্য জানান। তবে হুসেইনিকে কখন ও কীভাবে হত্যা করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

আইএস মুখপাত্র এরপর আবি হাফসান আল-হাশিমি আল-কুরাশিকে পঞ্চম ও নতুন নেতা হিসেবে ঘোষণা করেন।

গত বছরের নভেম্বরে আইএস-এর আগের নেতা আবু হাসান আল-হাশিমি আল-কুরাশি নিহত হন। তার পূর্বসূরি আবু ইব্রাহিম আল-কুরাশি গত বছরের ফেব্রুয়ারিতে ইদলিব প্রদেশে অ্যামেরিকান অভিযানে নিহত হন।

গ্রুপের প্রথম নেতা আবু বকর আল-বাগদাদিও ২০১৯ সালের অক্টোবরে ইদলিবে নিহত হন।


0 মন্তব্য

মন্তব্য করুন