ইয়েলোনাইফের প্রায় ২০ হাজার বাসিন্দাকে নিজ বাসস্থান থেকে দ্রুত বেরিয়ে এসে শহর ত্যাগ করতে বলা হয়েছে। কারণ এ অঞ্চলে ২৩০ টির বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের ধোঁয়া দক্ষিণে ছড়িয়ে পড়েছে যা অ্যামেরিকার বায়ুর ওপর প্রভাব ফেলছে।
স্টেইটের মিউনিসিপাল অ্যাফেয়ার্স মিনিস্টার শেন টম্পসনের অফিসের যোগাযোগ ব্যবস্থাপক মাইক গিবিন্স জানিয়েছেন, ইয়েলোনাইফের পশ্চিমে দাবানলের একটি অংশ প্রায় ৬০০ স্কয়্যার মাইলের বেশি দাবানল কমিউনিটি এবং প্রধান হাইওয়ের প্রায় কাছে চলে এসেছে।
নর্থওয়েস্ট টেরিটরির প্রিমিয়ার ক্যারোলিন কোচরেন বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘আমরা সবাই অভূতপূর্ব শব্দটি শুনে ক্লান্ত হয়ে গেছি। এর পরও নর্থওয়েস্ট টেরিটরির জন্য এর চেয়ে ভালোভাবে পরিস্থিতি বর্ণনার কোনো উপায় নেই।’
নর্থওয়েস্ট টেরিটরির কর্মকর্তারা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ডেটাহ, কাম লেক, গ্রেস লেক ও এঙ্গেল বিজনেস ডিস্ট্রিক্টের ইনগ্রাহাম ট্রেইলের পাশে বসবাসকারী বাসিন্দারা বর্তমানে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের সরিয়ে নেওয়া উচিত। অন্য বাসিন্দাদের শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ দুপুর পর্যন্ত সরিয়ে নেওয়ার সময় আছে।
কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এনডিলো সম্প্রদায়কেও সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে। যারা গাড়িতে করে বের হতে পারবেন না, তারা আকাশপথে বিমান দিয়ে সরিয়ে নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।’