টেক্সাসে ভাড়ায় থাকা ফ্ল্যাটে ২৩ বছর বয়সী ভারতীয় এক ছাত্রীর মরদেহ পাওয়া গেছে, যা শোকে মুহ্যমান করেছে তার পরিবার ও বন্ধুদের।
এনডিটিভি জানায়, রাজ্যলক্ষ্মী (রাজি) ইয়ারলাগাড্ডা হিসেবে শনাক্তকৃত ওই ছাত্রীর বাড়ি ভারতের অন্ধ্র প্রদেশে, যিনি সম্প্রতি টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি-করপাস ক্রিস্টি থেকে গ্র্যাজুয়েশন করেন।
অ্যামেরিকায় সক্রিয়ভাবে চাকরি খুঁজছিলেন ইয়ারলাগাড্ডা।
নিকটাত্মীয় চৈতন্য ওয়াইভিকে জানান, ইয়ারলাগাড্ডার মৃত্যু হয় ৭ নভেম্বর, যার আগে দুই থেকে তিন দিন মারাত্মক কাশি ও বুকে ব্যথায় ভোগেন তিনি।
চৈতন্যর ভাষ্য, ২০২৫ সালের ৭ নভেম্বর সকালে অ্যালার্ম বাজলেও বেদনাদায়কভাবে ইয়ারলাগাড্ডা আর জেগে ওঠেনি, যেটি তার পরিবার ও বন্ধুদের গভীর শোকে ভাসিয়েছে। পরবর্তী সময়ে বন্ধুরা জানতে পারেন, ঘুমেই মৃত্যু হয়েছে তার।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে অ্যামেরিকায় ইয়ারলাগাড্ডার মরদেহের ময়নাতদন্ত হচ্ছে।
এদিকে অন্ধ্র প্রদেশে ইয়ারলাগাড্ডার শোকাহত পরিবারকে সহায়তায় টেক্সাসের ডেন্টন থেকে অনলাইন প্ল্যাটফর্ম গোফান্ডমিতে অর্থ সংগ্রহ শুরু করেছেন চৈতন্য।
অর্থ সহায়তার আবেদনে চৈতন্য জানান, ইয়ারলাগাড্ডার মা-বাবা কৃষক। অন্ধ্র প্রদেশের বাপাটলা জেলার কারমেছেদু গ্রামে থাকা পরিবারকে সহায়তার স্বপ্ন নিয়ে তিনি এসেছিলেন অ্যামেরিকায়।
গোফান্ডমিতে পাওয়া অর্থ ব্যয় করা হবে ইয়ারলাগাড্ডার মরদেহ ভারতে পরিবহন, শেষকৃত্যের ব্যয়, শিক্ষাঋণ পরিশোধ ও তার মা-বাবাকে কিছু পরিমাণে আর্থিক সহায়তার কাজে।