অ্যামেরিকায় অভিবাসন প্রত্যাশীদের বাসে শিশুর মৃত্যু

টিবিএন ডেস্ক

আগস্ট ১১ ২০২৩, ২১:৫৮

ছবি: প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

  • 0

শিকাগো যাওয়ার পথে বৃহস্পতিবার অভিবাসন প্রত্যাশীদের একটি বাসে তিন বছর বয়সী এক শিশু মারা গিয়েছে বলে নিশ্চিত করেছে ইলিনয় ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ (আইডিপিএইচ)।

শিশুটির মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছে আইডিপিএইচ। সংস্থাটির একজন মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘এই মর্মান্তিক পরিস্থিতিতে মৃত্যুর কারণ খুঁজে বের করতে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা, স্টেইট পুলিশ এবং ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে যথাসাধ্য কাজ করছে।

এবিসি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, বাসটি টেক্সাসের ব্রাউনসভিল থেকে শিকাগোর উদ্দেশে যাত্রা করে।

মৃত্যু কী কারণে বা হয়েছে বা ঘটনাটির অন্য কোনো বিস্তারিত জানানো হয়নি।

গত এক বছরে টেক্সাস থেকে প্রায় ১২ হাজার অভিবাসীকে শিকাগো, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য স্টেইটে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে।