অ্যাড্রিয়েন ভন তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে ইতালি ভ্রমণ করছিলেন। ইতালির সালেরনো শহরে আমালফি সৈকত ভ্রমণের সময় শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
সেলবোট কোম্পানি টেলিফোনে সিএনএনকে নিশ্চিত করেছে, তাদের ৪৫ মিটার লম্বা নৌকা টর্টুগাতে অ্যামেরিকান ও জার্মান মিলিয়ে মোট ৮০ জন অতিথি ছিলেন।
সালের্নোর পাবলিক প্রসিকিউটর মেরিনেলা গুলিয়েলমোতি ফোনে সিএনএনকে বলেন, প্রাথমিক টক্সিকোলজি রিপোর্টে দেখা গেছে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করেছিলেন ভন।
যে কারণে ভন ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইতালিতে শুক্রবার বিকেলে মাদকের আরও বেশ কিছু পরীক্ষা করা হয়।
টর্টুগার ক্যাপ্টেন মদ্যপ ছিলেন না বলে পরীক্ষায় এসেছে। সালেরনো প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে, মোটর বোটের সঙ্গে সংঘর্ষে ভন পানিতে পরে যান ও টর্টুগার প্রপেলারের আঘাতে আহত হন।
প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয় ও পরে আমালফি বন্দর এবং কাস্তিলিওন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
সন্ধ্যা ৭টায় একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স আসে। হেলিকপ্টারে করে সালেরনোতে নিয়ে যাওয়ার সময় ভন মারা যান।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সালেরো কর্তৃপক্ষ দুটি নৌকাই জব্দ রেখেছে।