ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তাদের যৌথ অভিযানে অ্যামেরিকায় ৭৯ জনকে গ্রেফতার, ৬৫ জনকে অভিযুক্ত ও ৪৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে একই অভিযোগে অস্ট্রেলিয়ায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমান্ডার হেলেন স্নাইডার জানিয়েছেন, অভিযুক্তরা একটি অত্যাধুনিক নেটওয়ার্ক পরিচালনা করছিলেন। চক্রটি একটি পিয়ের টু পিয়ের চক্র। ১০ বছরেরও বেশি সময় ধরে অনেকে চক্রটির সঙ্গে জড়িত আছেন।
তিনি বলেন, শিশুদের নিপীড়ন করার পর সেই নিপীড়নের ভিডিও বা ছবি ধারণ করা হতো। সেগুলো দেখা ও শেয়ার করা ভয়ঙ্কর অপরাধ। চক্রটিকে ধরতে অনেক সময় লেগেছে। আর এত সময় লাগা এটাই প্রমাণ করে চক্রটি কত ভয়ঙ্কর!
এফবিআই ২০২১১ সালে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে শিশু নিপীড়নের ডার্ক ওয়েবের তথ্য দেয়ার পর থেকে এই চক্রের বিরুদ্ধে তারাও তদন্ত শুরু করে।
এটি একটি আন্তর্জাতিক পেডোফাইল চক্র। এই চক্রের অনুসন্ধান করতে গিয়ে ২০২১ সালে দুজন এফবিআই সদস্য প্রাণ হারান। এফবিআই স্পেশাল এজেন্ট ড্যানিয়েল আলফিন এবং লরা শোয়ার্টজেনবার্গার অনুসন্ধানের সময় ফ্লোরিডার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সানরাইজে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া আরও তিন জন আহত হন।
এই যৌথ অভিযানের পর নতুন করে ৩০০টিরও বেশি তদন্ত শুরু হয়েছে।