আবারও টিম পাকিস্তানের দায়িত্বে ইনজামাম!

টিবিএন ডেস্ক

আগস্ট ৭ ২০২৩, ১০:৫৩

ইনজামাম-উল-হক। ফাইল ছবি

ইনজামাম-উল-হক। ফাইল ছবি

  • 0

আবারও পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

আগামী সপ্তাহে প্রধান নির্বাচক হিসেবে ইনজামামের নাম ঘোষণা করতে পারে পিসিবি। এতে নির্বাচক কমিটি থেকে বাদ দেয়া হতে পারে ডিরেক্টর মিকি আর্থার এবং প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্নকে।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন ইনজামাম। পিসিবি সূত্র বলছে, আবারও নির্বাচক হতে রাজি হয়েছেন ইনজি।

পিসিবি সূত্রের বরাতে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া(পিটিআই) বলেছে, ‘নতুন নির্বাচক কমিটি নিয়ে আলোচনা করছেন ক্রিকেট টেকনিক্যাল কমিটির তিন সদস্য: ইনজামাম, মিসবাহ উল হক এবং মোহাম্মদ হাফিজ। সেখানে সদস্য হিসেবে আর্থার ও ব্র্যাডবার্ন থাকবেন কি-না সেই সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।’

ঐ সূত্র আরও জানায়, নির্বাচক প্যানেলে দলের পরিচালক ও প্রধান কোচকে রাখাটা দলের জন্য সহায়ক হবে কি-না বিষয়টি অধিনায়ক বাবর আজমের সঙ্গে আলোচনা করে বোর্ড চেয়ারম্যান জাকা আশরাফের কাছে নিজের সুপারিশ পাঠাবেন মিসবাহ।

ইনজামাম প্রধান নির্বাচক হবেন না-কী পুরো প্যানেল পুনর্গঠন করা হবে সে বিষয়ে সিদ্বান্ত নেবে টেকনিক্যাল কমিটি।

এর আগে আর্থারের সঙ্গে কাজ করেছেন ইনজামাম। এর মধ্যে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে একত্রে কাজ করেছেন এই জুটি।


0 মন্তব্য

মন্তব্য করুন