নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানির প্রতি সমর্থন জানিয়েছেন কংগ্রেসের হাউজ অব মাইনোরোটি লিডার হাকিম জেফরিজ।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুকলিনের এক অংশের এ প্রতিনিধি বলেন, ‘যদিও মামদানি ও আমার মধ্যে বেশ কিছু নীতিগত বিষয়ে মতভিন্নতা রয়েছে, তবুও তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন।’
ক্যাপিটল ভবনে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জেফরিজ আরও বলেন, ‘মামদানি নিউ ইয়র্ক সিটির ব্যয়ভার নিয়ে জোরালোভাবে সরব হয়েছেন এবং সাশ্রয়ী জীবন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মামদানির এ মনোভাবের জন্য আমি তাকে এবং ডেমোক্র্যাটিক পার্টিকে সমর্থন জানাই।’
এ সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির অর্থনীতি, অভিবাসী ও স্বাস্থ্যসেবা নীতির সমালোচনা করেন ডেমোক্র্যাটিক পার্টির এ নেতা।
তার ভাষ্য, ‘মামদানির সাশ্রয়ী জীবন নিশ্চিতকরণের চিন্তা ট্রাম্প ও রিপাবলিকানদের বাড়াবাড়ি বন্ধ করতে কাজে দেবে।’
নিউ ইয়র্কবাসীকে ট্রাম্পের শিকারে পরিণত হতে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
এতদিন কেন মামদানিকে সমর্থন না জানিয়ে চুপ ছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেফরিজ বলেন, ‘ আমি কখনও তার প্রতি সমর্থন প্রত্যাখান করিনি। ওই সময় শুধু নিজের অবস্থান স্পষ্ট করতে চাইনি। নির্বাচনের আগ মুহূর্তের অপেক্ষায় ছিলাম।’
আইউইটনেস নিউজ জানায়, দীর্ঘদিন ধরে কোনো মেয়র প্রার্থীর পক্ষ না নেওয়া জেফরিজের সমর্থন প্রকাশের পর শুক্রবার বিকেলে এ বিষয়ে জানতে চাওয়া হয় মামদানির কাছে।
ব্রঙ্কস মসজিদে আয়োজিত সংবাদ সম্মেলনে জেফরিজের প্রসঙ্গটি এড়িয়ে যান মামদানি।
পরে এক বিবৃতি প্রকাশ করে জেফরিজকে স্বাগত জানান মামদানি।
মামদানি তার বিবৃতিতে বলেন, নিউ ইয়র্ক সিটিতে নগরবান্ধব সরকার গঠন, ডেমোক্র্যাটদের সাশ্রয়ী আবাসন গঠনের লক্ষ্যের প্রতি জেফরিজের সমর্থন এবং ট্রাম্পের স্বেচ্ছাচারিতার বিরোধিতার জন্য তিনি জেফরিজকে স্বাগত জানাচ্ছেন।
আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় মেয়র নির্বাচনের আগাম ভোট প্রদান শুরু হতে যাচ্ছে শনিবার।