মেগালোডনের দাঁত খুঁজে পেল বৃটিশ কিশোর

টিবিএন ডেস্ক

আগস্ট ২ ২০২৩, ১৯:০৬

মেগালোডনের দাঁত হাতে বেন। ছবি: সংগৃহীত

মেগালোডনের দাঁত হাতে বেন। ছবি: সংগৃহীত

  • 0

ইংল্যান্ডের এসেক্সের উপকূলে বিলুপ্ত দৈত্যাকৃতির হাঙর মেগালোডনের দাঁত খুঁজে পেয়েছেন এক কিশোর। বেন নামের ওই ১৩ বছরের কিশোর ও তার বাবা ওই এলাকায় ছুটি কাটাতে গিয়েছিল।

বিবিসি এক প্রতিবেদনে বুধবার জানিয়েছে, এসেক্সের ওয়ালটন-অন-দ্য-নেজ এলাকার সৈকতে রোববার সকাল সাতটায় ঘুরে বেড়ানোর সময় দাঁতটি বেনের চোখে পড়ে।

চার ইঞ্চি লম্বা দাঁতটিকে তারা এসেক্সের ওয়াইল্ড ট্রাস্ট ডিসকভারি সেন্টারে নিয়ে গেলে তারা সেটিকে মেগালোডনের দাঁত হিসেবে চিহ্নিত করে।

দুর্লভ ফসিল খুঁজে পাওয়ায় উচ্ছ্বসিত বেন ও তার বাবা জেসন এর ছবি পাঠায় বৃটিশ ন্যশনাল হিস্ট্রি মিউজিয়ামে।

মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নতুন কোনো ফসিল খুঁজে পাননি। দাঁতটি কেউ কেনার পর সৈকতে হারিয়ে ফেলেছিলেন। এতে থাকা সংস্কার কাজ সেটাই প্রমাণ করে।

মেগালোডন প্রজাতির হাঙর প্রায় ৩.৬ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যায়। বিশালাকৃতির এ মাছগুলো লম্বায় ৫০ থেকে ৬০ ফিট পর্যন্ত হতো। বর্তমানের হাঙরের সবচেয়ে বড় প্রজাতি হোয়েল শার্ক ৩০ থেকে ৪০ ফিট পর্যন্ত হয়ে থাকে।