
ইনস্টাগ্রাম কি আমাদের ব্যক্তিগত কথোপকথন শুনতে পায়, জানা গেল বাস্তবতা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪ ২০২৫, ৭:৪৪

ব্যবহারকারীদের দাবি, ইনস্টা ব্যক্তিগত কথোপকথন শোনে এবং তার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রচার করে। ছবি: ইয়াহু
- 0
প্ল্যাটফর্মটি ব্যক্তিগত কথোপকথন শোনে এবং তার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রচার করে, সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বহুল প্রচারিত এই মিথ।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন। পরিবার বা বন্ধুদের সাথে যে কোন বিষয় নিয়ে আলোচনা করলেই পরক্ষণে আলোচনার বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায় ব্যবহারকারীদের ইনস্টা ফিডে।
আবার অনেক সময় নিজের মনে ঘুরতে থাকা পরিকল্পনার সাথে মিলে যায় ইনস্টা ফিডের বিজ্ঞাপন। তাই ব্যবহারকারীদের ধারণা ফোনে থাকা মাইক্রোফোনের সাহায্যে ইনস্টাগ্রাম আমাদের সব কথা শোনে এবং সে অনুযায়ী বিজ্ঞাপন দেখায়।
প্ল্যাটফর্মটি ব্যক্তিগত কথোপকথন শোনে এবং তার ওপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রচার করে, সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বহুল প্রচারিত এই মিথের অবসান ঘটিয়েছেন ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মোসেরি।
অ্যাডাম জানান, ইনস্টাগ্রাম বিজ্ঞাপনের জন্য ব্যবহারকারীদের মাইক্রোফোন ব্যবহার করে না। বিজ্ঞাপনগুলো মূলত ব্যবহারকারীর কার্যকলাপ এবং আগ্রহের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ব্যক্তিগত কথোপকথনের ওপর নয়।
নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে অ্যাডাম বলেন, ‘এটি একটি ভুল ধারণা ভাঙার ভিডিও।এই মিথ নিয়ে আমি অনেক উত্তেজিত আলোচনায় অংশ নিয়েছি। আমরা আপনার কথা শুনি না। ফোনের মাইক্রোফোন ব্যবহার করে আপনাকে গোপনভাবে শোনার কোনো চেষ্টা করি না।’
তিনি বিষয়টি প্রমাণ করার জন্য নিজের যুক্তি স্থাপন করে বলেন, ‘যদি ইনস্টাগ্রাম গোপনভাবে আপনার কথোপকথন শুনত, তা হলে এটি গুরুতর গোপনীয়তা লঙ্ঘন হতো। আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হতো, এবং স্ক্রিনের উপরের দিকে ছোট আলো জ্বলতো যা দেখাত যে মাইক্রোফোন চালু আছে।’
তাহলে প্রশ্ন একটাই। আর সেটি হচ্ছে, তাহলে কেন আপনি মাঝে মাঝে এমন জিনিসের বিজ্ঞাপন দেখেন যেগুলো নিয়ে আপনি সম্প্রতি কথা বলেছেন?
অ্যাডাম বলেন, এটি এ কারণে নয় যে, ইনস্টাগ্রাম আপনার কথা শুনেছে। প্ল্যাটফর্মটি এক্ষেত্রে অন্যান্য সংকেত ব্যবহার করে থাকে। যেমন আপনি সম্প্রতি কথোপকথনের আগে সে সম্পর্কিত কিছুতে ট্যাপ করেছেন অথবা এমনকি কোনও ওয়েবসাইটে অনলাইনে সেই পণ্যটি অনুসন্ধান করেছেন।
অ্যাডাম আরও জানান, ‘ আমরা এমন বিজ্ঞাপনদাতাদের সঙ্গে কাজ করি যারা আমাদেরকে জানায় কে তাদের ওয়েবসাইট পরিদর্শন করছে। এরপর তারা চাইলে সেই ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন দেখানো হয়।
তৃতীয় কারণ হিসেবে মোসেরি বলেছেন, কখনো কখনো আমরা কোনো বিজ্ঞাপন প্রথমে ঠিকভাবে দেখিও না। পরে যখন সেই বিষয় নিয়ে কথা হয়, তখন মনে হয় ইনস্টাগ্রাম কথা শুনেছে এবং বিজ্ঞাপন সামনে এনেছে।
তিনি বলেন, আমরা বিজ্ঞাপন দ্রুত স্ক্রল করি, কিন্তু কিছু তথ্য মনের মধ্যে জমে থাকে এবং পরে কথোপকথনে প্রভাব ফেলে।
কখনো কখনো এটি কেবল কাকতালীয় হতে পারে। তবে অ্যাডাম স্বীকার করেছেন যে, যতই ব্যাখ্যা দেয়া হোক না কেন, কিছু মানুষ কখনই সেটি বিশ্বাস করবে না যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কথোপকথন গোপনভাবে শোনে না।