পেট্রোল ট্রুপার জন ড্যাটিলো জানান, ধূসর রংয়ের কিয়া ফোর্টে হ্যাচব্যাকে করে ছয় জন অ্যালেকজ্যান্ডার অ্যাভিনিউ থেকে পূর্বের দিকে যাচ্ছিল। দুই আরোহী নিয়ে সাদা রংয়ের বিএমডব্লিউ এসইউভি হাইওয়ে ফাইভ-জিরো-নাইন ধরে চলছিল উত্তরের দিকে।
এক পর্যায়ে ইন্টারসেকশনে পৌঁছে কিয়া গাড়িটির সঙ্গে বিএমডব্লিউর সংঘর্ষ হয়, কিয়ায় আগুন ধরে যায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে মৃত অবস্থায় পায়। অন্যদের হাসপাতালে নিলে সেখানে আরেকজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ড্যাটিলো জানান, নিহতদের মধ্যে তিন জন নারী ও তিন জন পুরুষ। তিন জনই কিয়া গাড়িটিতে ছিলেন। তাদের বাড়ি অ্যারিজোনায়। আর বিএমডব্লিউর দুই আরোহীর বাড়ি ট্যাকোমায়। হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ট্যাকোমা শহরে আগের রাতে আলাদা দুটি গাড়ি দুর্ঘটনায় অন্তত আট জন আহত হন।