জাতিসংঘের খাদ্য সম্মেলনে যোগ দিতে রোমে পৌঁছেছেন শেখ হাসিনা

টিবিএন ডেস্ক

জুলাই ২৩ ২০২৩, ১৪:২৭

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

  • 0

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে খাদ্য সম্মেলনে যোগ দিতে রোববার ইটালির রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হবে সোমবার।

শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে রোববার ভোরে ঢাকা থেকে যাত্রা করেন। ইটালির স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটে এটি রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে।

রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ‘সাসটেইনেবল ফুড সিস্টেমস ফর পিপল, প্লানেট অ্যান্ড প্রোসপারেটি: ডাইভার্স পাথওয়েজ ইন আ শেয়ারড জার্নি’ প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা+২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

ইটালিতে অবস্থানকালে শেখ হাসিনা মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন।

তার সঙ্গে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, অন্যদের মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস এ অনুষ্ঠানে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

এরপর শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে খাদ্য ব্যবস্থা ও জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডের উপর একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন।

তিনি এফএও মহাপরিচালক কু ডংইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অব এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

এরপর শেখ হাসিনা এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং একই দিনে এফএও মহাপরিচালকের রিসেপশনে যোগ দেবেন।

তার সফরে দুই দেশের মধ্যে ‘জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা’ এবং ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার আশা করা হচ্ছে।

হাসিনা একটি আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেবেন। এটি ইউরোপে অবস্থানরত ১৫ বাংলাদেশি রাষ্ট্রদূতের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

তিনি মঙ্গলবার একটি কমিউনিটি ইভেন্টে যোগ দেবেন।

সফর শেষে শেখ হাসিনা বুধবার রোম ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।


0 মন্তব্য

মন্তব্য করুন