ক্যাম্প পেন্ডলটনের প্রথম মেরিন লজিস্টিক গ্রুপের মুখপাত্র ক্যাপ্টেন চার্লস পামার জানান, মিলিটারি প্রসিকিউটররা জানিয়েছেন অপ্রাপ্তবয়স্ককে যৌন হয়রানি ও স্বাধীনতার সীমা অতিক্রম করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।
ক্যাপ্টেন পামার জানান, ১৭ অগাস্ট অভিযুক্ত মেরিনের বিষয়ে প্রাথমিক শুনানি হবে। প্রথম শুনানির পর বিবেচনা করা হবে কোর্টে মামলা হস্তান্তর করা হবে কি না।
চলমান তদন্ত ও অধিকারের কথা বিবেচনা করে মামলার বিষয়ে কোন ধরনের সিদ্ধান্তে পৌঁছানোর আগ পর্যন্ত আর কোনো তথ্য প্রকাশ করা হবে না বলে তিনি জানান। সেই সঙ্গে না যতক্ষণ পর্যন্ত মেরিন সদস্য দোষী প্রমাণ হবেন ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ বিবেচনা করতে হবে।
স্যান ডিয়াগোর ম্যারিনের ব্যারাকে ২৮ জুন ১৪ বছর বয়সী এক কিশোরীকে পাওয়া যায়। এরপর জুলাইয়ের ১১ তারিখ মেরিন সেনাদের বিরুদ্ধে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার। কিশোরিটির পরিবারের দাবি, ক্যাম্পের প্রত্যেক সেনা কিশোরিটিকে ধর্ষণ করেছেন এবং তারা ঘটনাটি ধাপাচাপা দেয়ার চেষ্টা করছেন।
এরপর নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস (এনসিআইএস) একজন মেরিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
এখন পর্যন্ত ওই মেরিনের পরিচয় প্রকাশ করা হয়নি।