কেঁচো খুড়তে বেরুলো সাপ!
টিবিএন ডেস্ক
জুলাই ১১ ২০২৩, ১৮:৩৫
- 0
টেনেসির জনপ্রিয় সকার কোচের হারিয়ে যাওয়া ফোন ঘেটে মিলেছে ভয়ঙ্কর অপরাধের প্রমাণ। জানা গেছে ফোনের মালিক একাধিক ছেলেকে ধর্ষণ করে ধারণ করেছেন ভিডিও। এসব ভিডিও পাওয়ার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ফ্র্যাঙ্কলিন পুলিশ ডিভিশন রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেনেসির একটি রেস্তোরাঁয় ভুল করে মোবাইল ফেলে যান সকার কোচ ক্যামিলো হুরতাডো ক্যাম্পোস। রেস্তোরাঁ কর্তৃপক্ষ ফোনটির প্রকৃত মালিক খুঁজে পেতে স্থানীয় পুলিশের কাছে সেটি হস্তান্তর করে।
পুলিশ মুখপাত্র বিজ্ঞপ্তিতে বলেন, ‘রেস্তোরাঁ কর্তৃপক্ষ ডিভাইসটির তথ্য থেকে তার মালিক খুঁজে পাওয়ার চেষ্টা করে। তবে এর পরিবর্তে তারা কয়েক ডজন সংবেদনশীল ভিডিও ও শিশুদের ছবি খুঁজে পায়।’
ডিভাইসে থাকা তথ্য খতিয়ে দেখে ক্যাম্পোসকে শনাক্ত করে পুলিশ। এরপর তাকে টেনেসির ফ্র্যাঙ্কলিন থেকে আটক করা হয়।
৬৩ বছর বয়সী ক্যাম্পোসের ফোনে শত শত বিতর্কিত ছবি ও ভিডিও রয়েছে।
পুলিশের দাবি, ক্যাম্পোস ‘আনুমানিক ৯ থেকে ১৭ বছর বয়সী ছেলেদের অচেতন করে ধর্ষণ করে তা রেকর্ড করে রাখতেন।’
এখন পর্যন্ত তার একটি ডিভাইস থেকে ১০টি শিশুকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের শিকার শিশুদের মধ্যে তিনজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ।
ভিডিওর শিশুরা ছাড়াও আরও পাঁচ শিশু স্বেচ্ছায় ক্যাম্পোসের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ করেছে।
ফ্র্যাঙ্কলিন পুলিশ সোমবার এক টুইট বার্তায় বলেছে, ‘ক্যাম্পোসের বিরুদ্ধে আরও পাঁচজন এগিয়ে এসেছে। তাদের সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। ভয়ঙ্কর এই মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার শেষের কাছাকাছিও আমরা পৌঁছাতে পারিনি। এখনও অনেক কাজ বাকি। সবার সহায়তা কামনা করছি।’
তদন্ত কর্মকর্তারা বলছেন, শিশুদের উপর যৌন নির্যাতন করার সময় সবাই অচেতন থাকায় হয়ত অনেক শিশুই জানে না তার সঙ্গে কী ঘটেছিল। এমনকি অনেকেই হয়ত জানে না তারা ধর্ষণের শিকার হয়েছে।
টেনেসির ন্যাশভিলের দক্ষিণ প্রান্তের শহর ফ্র্যাঙ্কলিনে গত দুই দশক ধরে বাস করছেন ক্যাম্পোস।
তিনি সকার কোচে দায়িত্ব পালনের সময় প্রায়ই শহরটির স্কুলগুলোর খেলার মাঠে যেতেন।
ফ্র্যাঙ্কলিন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলের শিশুদের সকার খেলায় উৎসাহিত করতেন ক্যাম্পোস। তাদের নিজের অধীনে ট্রেনিংয়ের সুযোগও করে দিতেন। ধীরে ধীরে শিশুদের আস্থা অর্জন করে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতেন তিনি।
ক্যাম্পোসের বিরুদ্ধে শিশু ধর্ষণের একটি অভিযোগ, একাধিক নাবালককে অচেতন অবস্থায় ধর্ষণ ও তার ভিডিও ধারণের অভিযোগ ও নাবালকদের যৌন হয়রানির অতিরিক্ত অভিযোগ আনা হবে।
উইলিয়ামসন কাউন্টি শেরিফের অফিসের একজন মুখপাত্র বলেছেন, ক্যাম্পোসের বিরুদ্ধে ৫২৫ হাজার ডলার বন্ড নির্ধারণ করা হয়েছে।