সাবেক ইউএসসি ফুটবল খেলোয়াড়ের বিরুদ্ধে ধর্ষণের ২ অভিযোগ

টিবিএন ডেস্ক

জুন ৮ ২০২৩, ১৩:০৪

সাবেক ইউএসসি কলেজ ফুটবল খেলোয়াড় জশুয়া ফ্রেড জেমস জ্যাকসন জুনিয়রের বিরুদ্ধে দুই নারীকে ধর্ষণের অভিযোগ। ছবি:এবিসি নিউজ

সাবেক ইউএসসি কলেজ ফুটবল খেলোয়াড় জশুয়া ফ্রেড জেমস জ্যাকসন জুনিয়রের বিরুদ্ধে দুই নারীকে ধর্ষণের অভিযোগ। ছবি:এবিসি নিউজ

  • 0

সাবেক ইউএসসি কলেজ ফুটবল খেলোয়াড়ের বিরুদ্ধে তিন বছরে দুই নারীকে ধর্ষণের অভিযোগ এনেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিস। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২২ বছর বয়সী জশুয়া ফ্রেড জেমস জ্যাকসন জুনিয়রকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যাকসন জুনিয়র এ বছরের মার্চে ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার একটি অ্যাপার্টমেন্টে তার এক সহপাঠীকে ধর্ষণ করেন। ওই নারী তার বিরুদ্ধে অভিযোগ করার পর তাকে গ্রেফতার করা হয়। 

তার বিরুদ্ধে ২০২০ সালে লস অ্যাঞ্জেলেসের একটি অ্যাপার্টমেন্টে আরেক ইউসিএলএ ছাত্রীকে ধর্ষণের অভিযোগও রয়েছে। জানা যায়, ২০২০ সালের ১ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি।   

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নি জর্জ গ্যাস্কন বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জ্যাকসনের বিরুদ্ধে দুটি ঘটনায় জোরপূর্বক যৌনতার একটি ফেলোনি অপরাধ ও ধর্ষণের দুটি ফেলোনি অপরাধের অভিযোগ আনা হয়েছে। 

তিনি বলেন, ‘যৌন নিপীড়ন একটি জঘন্য অপরাধ। এটি কিছুতেই সহ্য করা যায় না। 

‘ধর্ষণের শিকার নারীরা তাদের নিপীড়কের বিরুদ্ধে অভিযোগ আনার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার আমাদের ন্যায়বিচার নিশ্চিত করার পালা। অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো।’

এই সপ্তাহেই ফোল্টয ক্রিমিনাল জাস্টিস সেন্টারে জ্যাকসনের বিচার শুরুর সম্ভাবনা রয়েছে। 

জশুয়া ফ্রেড জেমস জ্যাকসন জুনিয়র হারবোর সিটি নারবোনের সাবেক ছাত্র। অ্যাথলেট হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে। গত এপ্রিলে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগেই তিনি এনসিএএতে ডাক পান। 


0 মন্তব্য

মন্তব্য করুন