জুন ১৩ ২০২৩, ১৪:৪৯
কেন্টের এএমসি থিয়েটারে গুলিতে একজন নিহত। ছবি: কেআইআরও সেভেন
সিবিএস এর সহযোগী কেআইআরও টিভি মঙ্গলবার গভীর রাতে কেন্টের এএমসি থিয়েটারে গুলির খবর জানিয়েছে।
থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছে ‘ট্রান্সফরমার’ সিনেমা দেখানোর সময় থিয়েটারের ভেতর সন্দেহভাজনের গুলিতে এক দর্শক প্রাণ হারায়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শহরটির জন্য আর কোন হুমকি নেই।