টুইটার হেড কোয়ার্টার থেকে সরানো হলো জ্বলজ্বলে ‘এক্স’

টিবিএন ডেস্ক

আগস্ট ১ ২০২৩, ১৫:৫৯

টুইটার হেড কোয়ার্টারে এক্সের জ্বলজ্বলে লোগো। ছবি: সংগৃহীত

টুইটার হেড কোয়ার্টারে এক্সের জ্বলজ্বলে লোগো। ছবি: সংগৃহীত

  • 0

স্যান ফ্রান্সিসকোর টুইটার (বর্তমান এক্স) হেড কোয়ার্টার থেকে জ্বলজ্বলে ‘এক্স’ সাইন সরানো হয়েছে।

কোম্পানিটির রি-ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে নাম ও লোগো পরিবর্তনের ঘোষণা দেয়া হয়। তারই সূত্র ধরে গত শুক্রবার ভবনটিতে নতুন লোগো ‘এক্স’ এর বিশাল সাইন ইন্সটল করে কর্তৃপক্ষ। তবে একদিন পরেই শনিবার সেটি সরিয়ে নেয়া হয়।

স্যান ফ্রান্সিসকো ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ইন্সপেকশন সোমবার জানিয়েছে, বিরাটাকৃতির ওই সাইনটি অনুমোদনহীন। সপ্তাহান্তে তার উজ্জ্বল ফ্ল্যাশিংয়ের কারণে ২৪টি অভিযোগ পেয়েছে কর্তৃপক্ষ।

অভিযোগগুলোর মধ্যে এটির কাঠামোগত সুরক্ষা ও উজ্জ্বল আলোকসজ্জা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে টেক জায়ান্ট ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি ওই ভবন থেকে টুইটার সাইন ও আইকনিক ব্লু বার্ড লোগো সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়। তবে সাইন সরাতে সংস্থাটির প্রয়োজনীয় অনুমতি না থাকায় কাজটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

নামানো হচ্ছে এক্স সাইন

কিছু সময়ের জন্য শুধু ‘টুইটার’ এর শেষের ‘ইআর’ চিহ্নটি জ্বলতে দেখা যায়।

স্যান ফ্রান্সিসকো শহর একটি অভিযোগের ভিত্তিতে ওই বিশাল ‘এক্স’ সাইনের তদন্ত শুরু করে।

টুইটারের হেডকোয়ার্টারে লোগো সাইনের বিশৃঙ্খলা অ্যাপ্লিকেশনটির রিব্র্যান্ডিংয়ের বিশৃঙ্খলারই প্রমাণ দেয়। সাইট এবং অ্যাপ্লিকেশনটির অনেক অংশে এক্স লোগোটি টুইটারের ব্লু বার্ডকে প্রতিস্থাপন করলেও বিভিন্ন জায়গায় এখনও টুইটারের অবশিষ্টাংশ রয়ে গেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন