নিউ ইয়র্কে বিশৃঙ্খলায় লাইভ স্ট্রিমারের গিভওয়ে বন্ধ, গ্রেফতার ৬৫
টিবিএন ডেস্ক
আগস্ট ৫ ২০২৩, ১৪:১৫
ইউনিয়ন স্কয়্যারে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। ছবি: সংগৃহীত
0
কাই সিনাট নামের এক ইনফ্লুয়েন্সারের বিনামূল্যে প্লে-স্টেশন গেম কনসোল দেয়ার প্রতিশ্রুতিতে নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কয়্যারে উপস্থিত জনতা বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাংচুর করেছে। এ ঘটনায় অন্তত ৬৫ জনকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। সিনাটকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
টুইচ এবং ইউটিউবের সুপরিচিত লাইভ স্ট্রিমার কাই সিনাট শুক্রবার ল্যান্ডমার্ক ইন্টারসেকশনের পার্কে বিনামূল্যে প্লেস্টেশন কনসোলের ‘বিশাল গিভওয়ে’ ঘোষণা করার পরে ইউনিয়ন স্কয়্যারে ভিড় জমে যায়।
এলাকার সিসিটিভি ফুটেজে ও সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই পার্কে ভিড় জমান সিনাটের ভক্তরা। তারা পার্কের বিভিন্ন স্থাপনার সামনে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেন।
পুলিশ তাদের শান্তিপূর্ণ ভাবে ছত্রভঙ্গের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আটক করতে শুরু করে।
অবশ্য সিনাটের ভক্তদের অভিযোগ, তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ডেকে আনা হয়েছে। সিনাট প্লে-স্টেশন গেম কনসোল বিনামূল্যে দেয়ার কথা জানালেও পার্কে পৌঁছে তারা জানতে পারেন তা মিথ্যা।
সিনাটের বিক্ষুব্ধ ভক্তরা প্রতারিত বোধ করায় রাস্তায় ও পার্কে ভাংচুর করে বিশৃঙ্খলার সৃষ্টি করেন।
পুলিশ কর্মকর্তারা শুক্রবার সন্ধ্যার মধ্যেই বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। তবে শনিবারেও ছোট ছোট সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। তারা রাস্তার ব্যারিকেডগুলো ভেঙে দেন ও পুলিশ কর্মকর্তাদের দিকে বোতল, ফুলদানি ছুড়ে মারেন।
কাই সিনাট।
উত্তেজিত জনতাকে শনিবার সামাল দিতে পুলিশ অফিসাররা ধাওয়া করেন।
পুলিশ জানিয়েছে, আটক ৬৫ ব্যক্তির মধ্যে ৩০ জনই অপ্রাপ্তবয়স্ক।
এর আগে শুক্রবার বিক্ষোভে উসকানি দেয়ায় সিনাটকেও আটক করে পুলিশ। অবশ্য তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কিনা তা নিশ্চিত নয়।